শাস্তি পেলেন দুই উইন্ডিজ ক্রিকেটার

| বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

দ্বিতীয় টেস্টে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলস ও কেভিন সিনক্লেয়ারকে জরিমানা করেছে আইসিসি। উইকেট পেয়ে অতিআগ্রাসী উদযাপনের জন্য পেসার সিলসের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট এবং তার ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশি ক্রিকেটারদের লক্ষ্য করে স্লেজিং বা আক্রমণাত্মক মন্তব্য করায় শাস্তি পেয়েছেন সিনক্লেয়ার। যদিও এই অলরাউন্ডার বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন। ব্যাটারদের উত্তেজিত করার লক্ষ্যে তার বিরূপ মন্তব্য শুনে আম্পায়াররা সতর্কও করেছিলেন। সেটি উপেক্ষা করে টাইগার ব্যাটারদের স্লেজিং করায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে সিনক্লেয়ারকে।

পূর্ববর্তী নিবন্ধসাহিত্য মানস গঠনে ভূমিকা রাখে
পরবর্তী নিবন্ধবোলিং ইউনিটের প্রশংসা তাইজুলের কণ্ঠে