শাস্তি এড়াতে মার্কিন সেনার উত্তর কোরিয়া পলায়ন

| বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ১০:৫৫ পূর্বাহ্ণ

দুই কোরিয়ার কড়া নিরাপত্তাধীন সীমান্ত এলাকা দিয়ে মঙ্গলবার উত্তর কোরিয়ায় ঢুকে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এক সেনা সদস্য। যিনি তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা এড়াতে উত্তর কোরিয়া পালিয়ে গেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ওই সেনাসদস্য বর্তমানে উত্তর কোরিয়ার হেফাজতে আছে বলেও বিশ্বাস তাদের। এ ঘটনা শত্রু দুই দেশের মধ্যে নতুন করে সংকটের সৃষ্টি করবে। খবর বিডিনিউজের।

কোরিয়ায় ইউএস আর্মড ফোর্সের মুখপাত্র কর্নেল ইসাক টেইলর বলেন, দুই কোরিয়ার মধ্যকার যৌথ নিরাপত্তা এলাকা সফরের সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একজন সদস্য ইচ্ছাকৃতভাবে এবং অনুমোদন ছাড়াই সামরিক সীমারেখা অতিক্রম করে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়ায় প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রের ওই সেনা সদস্যের নাম পরিচয় বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ওই সেনাসদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছিল। দক্ষিণ কোরিয়ার একটি দৈনিক পত্রিকা দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের ওই নাগরিকের নাম ট্রাভিস কিং বলে জানিয়েছিল। যিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে প্রাইভেট সেকেন্ড ক্লাস র‌্যাংকের সেনা। যদিও পরে পত্রিকাটি এই লাইনগুলো মুছে দেয়। কোনও মার্কিনির কিংবা দক্ষিণ কোরীয় সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়ার ঘটনা খুবই বিরল। যদিও উত্তর কোরিয়ার রাজনৈতিক দমনপীড়ন এবং অর্থনৈতিক দুর্দশা থেকে বাঁচতে ৩০ হাজারেরও বেশি উত্তর কোরীয় দক্ষিণ কোরিয়ায় পালিয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধপুতিনকে গ্রেপ্তারের চেষ্টা হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
পরবর্তী নিবন্ধদুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার