শাশ্বত ধ্বনি পরিষদের হযরত মুহাম্মদ (স.)-কে নিবেদিত আবৃত্তি অনুষ্ঠানে অতিথি আলোচকগণ বলেছেন, রাসূলের (সাঃ) শিক্ষা কোন বিশেষ জাতি বা অঞ্চলের জন্য সীমাবদ্ধ নয়। সারা মানবজাতির জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছেন তিনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিশ্বজনীন দৃষ্টান্ত। জীবনের প্রতিটি দিকের মডেল তিনি। মুহাম্মদ (স.) সর্বোত্তম আদর্শ– এই সনদ আল্লাহর অক্সফোর্ড বা নোবেল কমিটির নয়। অতিথি আলোচকগণ বলেন, মানবজাতির পরম বিশুদ্ধ ও পরিচ্ছন্ন মানুষ হচ্ছেন হযরত মুহাম্মদ (দঃ)।
গত শনিবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শাশ্বত ধ্বনি পরিষদের ‘মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মহানবী প্রিয়তম সুন্দরতম’ শীর্ষক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি আলোচকগণ তাদের বক্তব্যে কথাগুলো বলেন। আমন্ত্রিত আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক, সাহিত্য সংস্কৃতিজন আমীরুল ইসলাম, বিশিষ্ট কবি ও আলোচক সৈয়দ মুসতাফা মুনীরুদ্দীন এবং আবৃত্তিশিল্পী, আইআইইউসি’র বিদেশী ভাষা ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবৃত্তি শিল্পের শিক্ষক, শাশ্বত ধ্বনি পরিষদের আহ্বায়ক মোসতাক খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন শাশ্বত ধ্বনি পরিষদের সদস্য সচিব আবৃত্তি শিল্পী শরীফ মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্বণন সদস্য শাহ রাইয়ান আর রহমান। আলোচনাপর্ব শেষে হযরত মুহাম্মদ (স.)-কে নিবেদিত আবৃত্তি অনুষ্ঠানে আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করে আমন্ত্রিত শিল্পী সৈয়দ মুসতাফা মুনীরুদ্দীন, ইকবাল সাকি, রাশেদ মুহাম্মদ, সৌভিক চৌধুরী, শাহাদাত হোসেন, আরমানুজ্জামান, শাওকি ইবনে সাফওয়ান, শরীফ মাহমুদ, আদনান করিম, ইব্রাহীম মাহমুদ, শাব্বির আহমদ, মুনয়িম আসরা, হামিদ, রাইয়ান, মারুফ কানিজ ফাতেমা নূরী এবং শিশু শিল্পী আরশাদ, মেহজাবিন, সামিহা, নওশিন, আসলিরাফ, জারিফ, রেঁনেসা, ফাবিহা, আফরা আরোহী, মুনতাহা, নুসাইবা, মুমতাহিনা ও মেহেরিমা। ‘মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মহানবী প্রিয়তম সুন্দরতম’ শীর্ষক নিবেদিত আবৃত্তি ও সংগীতের এই পর্বটি সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পের শিক্ষক, ক্বণন সভাপতি মোসতাক খন্দকার। খবর বিজ্ঞপ্তির।












