বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও সংগ্রহ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে মেয়ের জামাতার বিরুদ্ধে। রোববার বিকেলে অভিযুক্ত জামাতা ও মেয়েকে গ্রেপ্তার করেছে বান্দরবান সদর থানা পুলিশ।
এজাহার সূত্রে জানা গেছে, বাদী হাসিনা বেগম (৫০) বান্দরবান জেলা বিএনপির মহিলা দলের যুগ্ম সম্পাদিকা। তিনি বান্দরবান সদর থানাধীন সুয়ালক ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রধান অভিযুক্ত মিসকাতুন নবী মিসকাত বান্দরবান সদর উপজেলা বিএনপির সহযোগী সংগঠন জাসাসের সাধারণ সম্পাদক। তিনি বাদীর ছোট মেয়ের স্বামী। এজাহারে বলা হয়, গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় অভিযুক্তরা বাদীকে তার একটি গোপন ভিডিও দেখিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিন লাখ টাকা দাবি করে। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং একপর্যায়ে আত্মহত্যার চেষ্টা করেন। জামাতা ও মেয়েকে গ্রেপ্তারের পর উদ্ধার করা মোবাইল ফোনে গোপন ভিডিওটি পাওয়া গেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। মামলায় অভিযুক্ত অন্য আসামি পলাতক রয়েছে। এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, এজাহার দায়েরের সঙ্গে সঙ্গেই মূল অভিযুক্ত বাদীর জামাতা ও মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাঁদের আদালতে সোপর্দ করা হবে।












