শালিসি বৈঠকেই শাশুড়িকে কুপিয়ে হত্যা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১ মে, ২০২১ at ৬:৩২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় আছমা খাতুন (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন তার মেয়ের জামাই জাকের হোসেন (৩০)। এসময় সে স্ত্রী রিপা আক্তার (২৪)কেও এলোপাতাড়ি কুপায়। স্ত্রী এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন। গত বৃহস্পতিবার রাতে পারিবারিক বিরোধ মীমাংসার জন্য বসা সালিশি বৈঠকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের সুখবিলাস পূর্ব পাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে মো. জাকের হোসেন পারিবারিকভাবে বিয়ে করেন আপন চাচা আবদুল মালেকের মেয়ে রিপা আক্তারকে। কয়েকবছর সংসার করার পর বছর দুয়েক আগে সে মধ্যপ্রাচ্যের দেশ কাতার চলে যান। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। কাতার যাওয়ার আগে একই এলাকার আরেক নারীকে গোপনে বিয়ে করেন সে। কিছুদিন পূর্বে সে কাতার থেকে দেশে আসলে গোপনে বিয়ের খবর জানাজানি হয়। এ নিয়ে প্রথম স্ত্রীর সাথে তার ঝগড়া বিবাদ লেগেই আছে। বৃহস্পতিবার রাতে বাড়ির উঠানে বিরোধ মীমাংসায় সালিশি বৈঠক বসে দুইপক্ষ। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে ঘর থেকে একটি ধারালো দা এনে শাশুড়ি আছমা খাতুন ও স্ত্রী রিপা আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যান জাকের।
ঘটনার পর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাত তিনটায় শাশুড়ি আছমা খাতুন মারা যান বলে নিশ্চিত করেন শ্বাশুর আবদুল মালেক। গুরুতর আহত রিপা আক্তারও মৃত্যুর সাথে লড়াই করছে বলে জানান তিনি।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মিল্কি জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। খুনি জাকের হোসেনকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভাসানচর যাওয়ার পথে বাল্কহেড ডুবি
পরবর্তী নিবন্ধবিপর্যয় ঠেকাতে দরকার সমন্বিত পদক্ষেপ