শালিক পাখির কষ্ট

মো.আশতাব হোসেন | বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

ডালিম গাছে শালিক নাচে

আমের গাছে চিল,

শালিক ছানা চিলকে দেখে

তার সাথে দেয় মিল।

নিচে বসে বেজি দেখে

হাসে যে খিলখিল,

ডানপিটে এক ছেলে এসে

মারে ছুঁড়ে ঢিল।

ঢিল খেয়ে যে শালিক ছানা

নিচে পড়ে যায়,

ঝোপে থাকা বেজি ধরে

মরমর করে খায়।

শালিক দু’টি ছানার শোকে

কেঁদে ভাসায় বুক,

বিলাপ করে বলতে থাকে

বেজি নিলো সুখ!

পূর্ববর্তী নিবন্ধবারিক বিল্ডিং মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৭
পরবর্তী নিবন্ধখোকা যাবে অচিনপুর