শারীরিক শিক্ষা কলেজে বিজয় দিবস প্রীতি ফুটবল ম্যাচ

| সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:৫০ পূর্বাহ্ণ

সরকারি শারীরিক শিক্ষা কলেজ ও জেলা ক্রীড়া অফিস চট্টগ্রামের আয়োজনে বিজয় দিবস প্রীতি ফুটবল ম্যাচ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা গত শনিবার সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মো. মাহবুবুর রহমান। সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দীন বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপুর্ত মনিটরিং বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ তৌফিকুর রহমান, গণপূর্ত বিভাগ ৪ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবদুল বারী, প্রেরণা অটিজম স্কুলের অধ্যক্ষ মীর মেশকাতুন নূর এবং চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সহ সভাপতি দেবাশীষ বড়ুয়া দেবু। প্রীতি ফুটবল ম্যাচে শারীরিক শিক্ষা কলেজ টাইব্রেকারে চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কলেজের প্রভাষক চঞ্চল বিশ্বাস ও সাইফুল্লাহ মুনিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক খাইরুল ইসলাম, শ্যামলী রাণী ভৌমিক ও জিকু কুমার নাথ।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে শতাব্দী এলিট কাপ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব এখন ঢাকায়