বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের আয়োজনে তিন দিনব্যাপী কাবাডি রেফারিজ কোর্সের উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলেজ অডিটোরিয়াম এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শামীম। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দীন বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবদুল হক এবং ট্রেজারার মো. মনির হোসেন। কলেজের প্রভাষক এবং কোস কো–অর্ডিনেটর সাইফুল্যা মুনিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক খাইরুল ইসলাম, চঞ্চল বিশ্বাস, মো. নাহিদ হাসান, আসলাম হোসাইন এবং মো. আলমগীর কবির। তিন দিনব্যাপী এই কোর্সে বিভিন্ন জেলার ৭০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।












