শারীরিক শিক্ষা কলেজে আন্তঃ হাউজ কাবাডি সম্পন্ন

| শুক্রবার , ৮ আগস্ট, ২০২৫ at ৭:২৪ পূর্বাহ্ণ

জুলাই পুনর্জাগরণের অংশ হিসাবে সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের আয়োজনে আন্তঃ হাউজ কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত বুধবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দীন বাবর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বার্ড কুমিল্লার পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ আল মামুন। সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ ৪৩৪০ পয়েন্টে মাহমুদউল্লাহ হাউজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কলেজের প্রভাষক সাইফুল্লাহ মুনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক খাইরুল ইসলাম, শ্যামলী রাণী ভৌমিক, চঞ্চল বিশ্বাস ও জিকু কুমার নাথ। পরে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধগণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে হবে
পরবর্তী নিবন্ধগাজায় ফিলিস্তিনি পেলে খ্যাত ফুটবলার নিহত