তারুণ্যের উৎসবের অংশ হিসেবে সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রাম আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা বৃহস্পতিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়। সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ ২–১ গোলে মাহমুদউল্লাহ রিয়াদ হাউজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দীন বাবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য শাহনেওয়াজ রিটন। কলেজের প্রভাষক সাইফুল্ল্যা মুনিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তঃহাউজ মহাসচিব জহিরুল ইসলাম প্রভাষক চঞ্চল বিশ্বাস, জিকু কুমার নাথ ও শ্যামলী রাণী ভৌমিক।