শারিরীক প্রতিবন্ধীদের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৯ মে, ২০২৩ at ৮:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যেগে প্রথমবারের মত আয়োজিত শারিরীক প্রতিবন্ধীদের ক্রিকেট টুর্নামেন্ট গতকাল সম্পন্ন হয়েছে। প্রথমবারের মত ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা হয় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আর তাতে প্রথম এই আয়োজনের শিরোপা জিতেছে বিসিএপিসি। এবারের এই টুর্নামেন্টে ছয়টি দল অংশ নিয়েছিল। গতকাল ফাইনালে বিসিএপিসি ৫৩ রানে ইউডিসিটিবি কে পরাজিত করে শিরোপা জিতে নেয়। প্রথমে ব্যাট করতে নামা বিসিএপিসি ২০ ওভারে ৭ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৪১ রান করে শাহরিয়া। এছাড়া ৩৯ রান করেন হৃদয়, ২২ রান করেন মাহফুজ। ইউডিসিটিবি এর পক্ষে ৪১ রানে ৩টি উইকেট নেন রাদিউল ইসলাম। জবাবে ব্যাট করতে নামা ইউডিসিটিবি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে ৩০ রান করেন নির্জন। ২০ রান করে আসে রাদিউল এবং শাওনের ব্যাট থেকে। বিসিএপিসি এর পক্ষে ১১ রানে ৩টি উইকেট নিয়েছে মাহফুজ। বিজয়ী দলের মাহফুজ ম্যাচ সেরা নির্বাচিত হয়।

গতকাল ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং ডিজেবল ক্রিকেট কমিটির চেয়ারম্যান আকরাম খান । প্রধান অতিথি এ ধরনের একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য কমিটির চেয়ারম্যান আকরাম খান সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি আগামীতে প্রতিবন্ধীদের জন্য এ ধরনের আয়োজন অব্যাহত রাখার কথাও বলেন। বিসিবি ডিজেবল ক্রিকেট কমিটির চেয়ারম্যান আকরাম খান এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে পেরে খুবই আনন্দ বোধ করছেন বলে জানান। কারণ বিশেষ চাহিদা সম্পন্ন এসব মানুষকে এগিয়ে নিতে হলে তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি এসব মানুষগুলোকে নিয়ে বিশ্ব জয় করতেও চান বলে জানিয়েছেন। আগামীতে প্রতিবন্ধী ক্রিকেটারদের জণ্য সুযোগ সুবিধাও বাড়ানো হবে বলে জানিয়েছেন বিসিবির কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
পরবর্তী নিবন্ধএশিয়া কাপ আয়োজনে আগ্রহী নয় বাংলাদেশ