শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি ও বস্ত্র বিতরণ

| মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর, ২০২২ at ১১:১৩ পূর্বাহ্ণ

ভারপ্রাপ্ত মেয়র : নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষ্যে অনুদান প্রদান অনুষ্ঠান গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চসিক মেয়র আফরোজা কালাম। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, পুলক খাস্তগীর, সংরক্ষিত কাউন্সিলর নীলু নাগ, রুমকী সেনগুপ্ত ও মহানগর পূঁজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ ভট্টচার্য্য প্রমুখ।

নিকেতন’১৮ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ২৪ সেপ্টেম্বর সীতাকুণ্ডের দুর্গম ত্রিপুরা পল্লীতে ৫০ জন অসহায়, দুঃস্থ মহিলাদের বস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি সঞ্জয় বিকাশ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. রবিন ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে অনগ্রসর সনাতনীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভোলানন্দ গিরি সেবাশ্রমের অধ্যক্ষ উমেশানন্দ গিরি মহারাজ। উপস্থিত ছিলেন কাঞ্চন বরণ দাশ, মিনাক্ষী দাশ, কিশোর দেওয়ানজী প্রমুখ। বিশেষ সহযোগিতায় ছিলেন অমিত সেন এবং রুদ্র সরকার।

জাগো হিন্দু পরিষদ পাহাড়তলী থানা : জাগো হিন্দু পরিষদ পাহাড়তলী থানা শাখা চট্টগ্রাম মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন ও বস্ত্র বিতরণ এবং আর্থিক অনুদান প্রদান গত ২৩ সেপ্টেম্বর দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে গীতা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে জাগো হিন্দু পরিষদ পাহাড়তলী থানা শাখার সভাপতি রিপন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজীব কান্তি নাথের সঞ্চলনায় ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার প্রধান উপদেষ্টা মিলন শর্মা। প্রধান বক্তা ছিলেন জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক প্রীতম দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক টিটু শীল, অর্থ সম্পাদক অরুপ দাশ রুবেল, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, সদানন্দ ভটাচার্য, সমর কান্তি দাশ, সজীব নন্দী, সুজন সর্ববিদ্যা, আকাশ দাশ, বিজয় মজুমদার, হৃদয় দাশসহ বিভিন্ন ইউনিট ও পাড়া কমিটির নেতৃবৃন্দ। আসন্ন দূর্গাপুজা উপলক্ষে ২০০ অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণের পাশাপাশি প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসএন্ডডি মজুমদার ট্রাস্ট : লোহাগাড়ার আমিরাবাদে এসএন্ডডি মজুমদার ট্রাস্টের উদ্যোগে সুখছড়ি যুব ঐক্য পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় মহালয়া উপলক্ষে গত ২৫ সেপ্টেম্বর প্রান্তিক অবহেলিত জনগোষ্ঠীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়। সুখছড়ি কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান দিলীপ কুমার মজুমদার। প্রধান বক্তা ছিলেন ডা. রিটন দাশ। বাদল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিমুল দাশ। অ্যাড. নিহার দাশ ও মাস্টার রিগ্যান চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুভাষ চন্দ্র নাথ, মৃদুল কান্তি দে, দেবব্রত দে, বাদল দাশ, প্রসেনজিৎ পাল, মাস্টার নরেন দাশ, সুখছড়ি যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সঞ্চয় চৌধুরী। সকালে চণ্ডীপাঠ করেন অলক দেবনাথ।প্রধান অতিথি বলেন, অবহেলিত জনগোষ্ঠীরা সমাজের অংশ। তাদের পিছিয়ে রেখে সমাজের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। তাদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব।

২২নং এনায়েত বাজার ওয়ার্ড : আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের পূজামণ্ডপ কমিটির সাথে এক মতবিনিময় সভা গতকাল নগরীর নন্দনকানন ডিসি হিলের সম্মুখে ২২নং এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা হেলাল আকবর চৌধুরী বাবর, সংরক্ষিত কাউন্সিলর নিলু নাগ, এড. শ্রীপতি কান্তি পাল, মহানগর পূজা কমিটির সদস্য বিলু ঘোষ, সরোয়ার জাহান সারু, সুজিত ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন, অনিন্দ মজুমদার শ্যাম, আনন্দ মজুমদার স্নীগ্ধ, টুটুল ঘোষ, গৌতম ঘোষ, শিমুল কুমার দাশ, রানা দাশ, মিনা চৌধুরী, রিতা রক্তি, দেবিকা ঘোষ, শৈবাল ঘোষ মিমো, ছোটন ঘোষ, উত্তম দে, বিপ্লব দে, টুটুল মজুমদার, সুদীপ কুমার মিত্র, সঞ্জিত ভট্টাচার্য, দেবাশীষ ঘোষ অমিত, রাকেশ দাশ, মুন্না ঘোষ, বিকাশ ঘোষ, প্রণব চৌধুরী কুমকুম, দীপংকর রুদ্র, সুমন মজুমদার, মৃনাল কাম্‌িত দত্ত, জীবন দে, টিপু মিত্র, হরি রাম দাশ, আরমান দাশ, বাবুল চক্রবর্তী, আশীষ চৌধুরী, সঞ্জয় ঘোষ, কমল সাহা প্রমুখ।

বন্দর থানা পূজা উদ্‌যাপন পরিষদ : বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ বন্দর থানা শাখার বার্ষিক সাধারণ সভা গত ২৪ সেপ্টেম্বর দক্ষিণ-মধ্যম হালিশহর সৎসঙ্গ কেন্দ্র মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল। মহান অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু। বিশেষ অতিথি ছিলেন মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক অর্পণ ব্যানার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন মল্লিক, বিপ্লব সেন। বন্দর থানা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অশোক দত্তের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রতন দাশ। পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মান্না দত্তের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পীযূষ চৌধুরী, খোকন দে, নয়ন বণিক, সুভাষ ধর, প্রকাশ দেবনাথ, জনি দে, অভি দাশ, অংকুর দত্ত শুভ, মুকুল চৌধুরী, অপু মজুমদার, রবিন দে, সোহাগ দাশ, শুভ দেবনাথ, রানা তালুকদার, জয় দেবনাথ, অর্পন দাশ, সুমিত দে অভি, দ্বীপ দাশ, বিজয় শীল, অজয় শীল, প্রদীপ দাশ, অপু মজুমদার, সীমান্ত দে, ধ্রুব ধর, প্রিন্স চৌধুরী, জয় দত্ত প্রমুখ।

ডবলমুরিং থানা পূজা উদ্‌যাপন পরিষদ : বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ডবলমুরিং থানা শাখার বার্ষিক সাধারণ সভা গত ২৪ সেপ্টেম্বর আগ্রাবাদস্থ একতা গোষ্ঠী পূজামণ্ডপ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন থানা পূজা পরিষদের প্রধান উপদেষ্টা অরবিন্দ পালন অরুন। প্রধান অতিথি ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ কুমার ভট্টাচার্য।

প্রধান বক্তা ছিলেন মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল। বিশেষ অতিথি ছিলেন ডবলমুরিং থানার ওসি তদন্ত মো. মাসুদ, মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি বিপ্লব চৌধুরী, অ্যাড. নিখিল কুমার নাথ, অ্যাড. নটু চৌধুরী, বিপ্লব সেন, অঞ্জন দত্ত, অনিল কুমার শীল, তমাল শর্মা চৌধুরী, বাবুল দাশ তনয়। পরিষদের সভাপতি শিবু প্রসাদ চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ঝন্টু শীল। বক্তব্য রাখেন রূপন পালিত, মানস শেখর, জয়নাথ সরকার , শাওন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফুটবল ট্রফি ভাঙার ঘটনায় সেই ইউএনওকে বদলি
পরবর্তী নিবন্ধবৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন