শারদীয় দুর্গাপূজায় ৩ দিনের ছুটির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ গত ২ অক্টোবর চেরাগী পাহাড় চত্বরে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দাবি জানিয়ে বলেন, দুর্গাপূজা হয় ৫ দিন ব্যাপী অথচ সরকারি ছুটি রয়েছে মাত্র ১ দিন। ১ দিন ছুটি হওয়ার কারণে দুর্গাপূজায় নিয়মমাফিক পূজা অর্চনা ও প্রার্থনা দিতে পারে না। তাই দুর্গাপূজা ছুটি যৌক্তিকভাবে ন্যূনতম ৩ দিনের হওয়া আবশ্যক। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট যীশু কৃষ্ণ রক্ষিত। স্বাগত বক্তব্য দেন কৃষ্ণপদ আচার্য্য। উদ্বোধক ছিলেন তপন চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন অজিত কুমার দাশ। প্রধান বক্তা ছিলেন অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ। সঞ্চালনা করেন রুপন মহাজন ও সুজিত চৌধুরী। বক্তব্য রাখেন জহরলাল চক্রবর্তী, চন্দন চক্রবর্তী, অমরেন্দ্র মল্লিক, বিজয় চক্রবর্তী, হরি নারায়ন ভট্টাচার্য্য, নিতাই ভট্টাচার্য্য, পরেশ ত্রিপুরা, রাসেল দাশ, উজ্জ্বল চক্রবর্তী, বিজয় ত্রিপুরা, প্রিয়নাথ ধর, সজল মজুমদার, অ্যাড. প্রদীপ চৌধুরী, পলাশ কান্তি নাথ, লিটন মুজকুরী, রুবেল গুপ্ত, নিবাস চৌধুরী, সুজয় দে, বিপ্লব দাশ, সুমন দাশ, রনি চৌধুরী, ক্লিন্টন দাশ সুমন, জয়দ্বীপ দাশ, টনি দাশ প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে ৩৫টি সংগঠন অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।