শারদীয় উৎসবে প্রার্থনা

ড. গৌরী ভট্টাচার্য্য | মঙ্গলবার , ১২ অক্টোবর, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

অনাদি অনন্ত কাল ধরে জগত ও জীবের মঙ্গল সাধিত হয়েছে সাধনা,জ্ঞান,ভক্তি ও কমের্র মাধ্যমে। মানুষের মনে ঈশ্বরমুখী ভাবনা সর্বকালেই ছিল এবং অদ্যাবধি আছে। ঈশ্বরমুখী ভাবনাকে সঠিক পথে পরিচালনা করতে ধর্মীয় উৎসব পালন করা হয়। বিভিন্ন দেশে, বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে সকল ধর্মে বিভিন্নভাবে ধর্মীয় উৎসব পালন করতে দেখা যায়। শরদীয় উৎসবের উদ্দেশ্য ধর্মীয় সৌহার্দ্য সমপ্রীতি বজায় রেখে চেতনায় চৈতন্য রাখা। এর থেকে বিচ্যুতির ঘটনা ঘটলে উৎসব পালন অধর্মের কাজ হবে।
যবে থেকে মানব ধর্ম বিকাশ লাভ করে তবে থেকেই ধর্মীয় চেতনা বিশেষ রূপ লাভ করেছে,মানুষের ঔদার্যতা, জ্ঞান ও কর্মের ব্যাপ্তি ঘটেছে। মানুষে মানুষে ঘাত প্রতিঘাত হিংসা বিদ্বেষ নিয়ে মনগড়া ধর্মীয় রীতিনীতি থেকে বেরিয়ে জ্ঞান বিজ্ঞানের চেতনায় প্রত্যেক ধর্মীয় উৎসবকে সর্বজনীন উৎসব হিসেবে পালন করতে সভ্য মানুষ সর্বদায় আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছে এবং অনেকাংশে সার্থক হয়েছে।
শারদীয় উৎসবের আলো আজ নানা রঙের উজ্জ্বলতায় হয়ে উঠেছে পরিব্যাপ্ত। ঘরে, বাইরে, মন্দিরে অনেক গলির মিলনস্থলে শারদীয় দুর্গোৎসব পালন করা হচ্ছে। এর অর্থ এখন ব্যাপক। শক্তিকে আহ্বাহন করে, উদ্বোধন করে, আরাধনা করে, পরমার্থিক আত্মশক্তি লাভ করে বিশ্বমানবতার সাথে নিজেদের যুক্ত করার প্রয়াস,এবং সেইখানেই উৎসবের প্রকৃত আনন্দ। মত, পথ, দর্শন, ব্যবহারিক আচরণ, ধর্মাচরণ, সমপ্রদায়গত পার্থক্য, আহারে, বিহারে, সংস্কৃতি সভ্যতার পার্থক্য চিরকাল থাকবে, এই পার্থক্য যতই থাকুক না কেন উৎসব পালনে আমার সবাই একে অপরের পরিপুরক। সকলের সাথে সকলের মিলে মিশে ঐক্যের আনন্দ উৎসব, যেখানে কোন বিরোধ নেই, থাকতে পারেনা।
দুর্গাপ্রতিমা মায়ের প্রতিচ্ছবি, আমরা সবাই মায়ের সন্তান। মায়ের কাছে সবাই সমান। আজ মণ্ডপে মণ্ডপে সেই চরম সত্যের আলো প্রজ্জ্বলিত, সেখানে কোন অসৎকার্য, তমসার ঝড় সেই উজ্জ্বল আলোকে ম্লান করতে পারে না। জ্ঞান, ভক্তি, কর্ম এবং প্রেমের মাধ্যমে জগত ও জীবের মঙ্গল সাধিত হয়। সকলেই সেই চেতনায় জাগ্রত থাকা বাঞ্ছনীয়।
শারদীয় উৎসবের প্রভাতে হৃদয়ের তন্ত্রীতে, তন্ত্রীতে জীবন বোধকে জাগ্রত করার সুর ধ্বনিত হচ্ছে। সকলেই যেন চিন্তা চেতনায় সংযমবোধে প্রেমে প্রেমে যুক্ত থেকে, সকল সংকীর্ণতা পরিহার করে, ধর্মীয় ঔদার্যতায় সৌহার্দ্য সমপ্রীতিতে শারদীয় উৎসবে দেশ,জাতি, তথা সমগ্র বিশ্বের কল্যাণ কামনা করি,এবং সেই মঙ্গল প্রার্থনা আমাদের সবার অন্তরে ক্রমবর্ধমান থাকুক।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচিত কাউন্সিলরেরও জামানত বাতিল
পরবর্তী নিবন্ধনিউমার্কেটের পাশে ফুটপাতে অবৈধ হকার