শারদীয় উপহার বিতরণ ও অনুদান প্রদান

| বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৬:৫৭ পূর্বাহ্ণ

দক্ষিণ কাট্টলী হরি মন্দির : নগরীর পাহাড়তলী থানাস্থ দক্ষিণ কাট্টলী শ্রীশ্রী হরি মন্দিরে শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে মঙ্গলবার বস্ত্র বিতরণ ও ধর্মসম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আশীষ দাশগুপ্ত। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরামচট্টগ্রামের সভাপতি সমাজসেবক শিবু প্রসাদ দত্ত। হরি মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন চক্রবর্তীর সভাপতিত্বে ও শিক্ষক অঞ্জন মহাজনের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন নাট্যজন ও ধর্মতত্ত্ববিদ সুদর্শন চক্রবর্তী। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণী। বিশেষ অতিথি ছিলেন গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর উপদেষ্টা সুচিত্রা ধর, বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জসীম উদ্দীন সুমন ও রাজনীতিক মো. আবু জাকের। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক প্রান্ত চৌধুরী স্বাধীন।

বান্দরবান পার্বত্য জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে বিএনপির জাতীয় নির্বাহী সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে গত ৩০ সেপ্টেম্বর উপহার সামগ্রী বিতরণ করা হয়।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বান্দরবান পার্বত্য জেলার আহ্বায়ক জগদীশ বড়ুয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মিথুন কান্তি দাশের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্মআহ্বায়ক পলাশ চৌধুরী, যুগ্মআহ্বায়ক প্রসেনজিৎ বড়ুয়া, রুপন কান্তি দাশ, মংসিনু মার্মা, ঊষান কান্তি তংঞ্চঙ্গ্যা ও সন্তোষ কান্তি দাশ, সন্‌জীব দাশ সুমন, সদস্য উচিং মার্মা অনু, রাজিব কর, উমাচো মার্মা, চিংশৈপ্রু মার্মা, খ্যয় থোয়াই মার্মা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ইউসুফ
পরবর্তী নিবন্ধচন্দনাইশে টেক্সি ছিনতাই মামলার প্রধান আসামি গ্রেপ্তার