শারদীয় দুর্গোৎসবে বস্ত্র ও অনুদান প্রদান

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ at ৯:২৭ পূর্বাহ্ণ

বাঁশখালীতে দুর্গাপূজা উপলক্ষে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন। শুক্রবার অনুদান বিতরণ অনুষ্ঠান পৌরসভার প্যানেল মেয়র প্রণব কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে অনুদান প্রদান করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ঝুন্টু কুমার দাশের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, মো. কফিল উদ্দিন, পৌর মেয়র এস.এম তোফাইল বিন হোসাইন, চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার, কায়েস সরওয়ার সুমন, টুটুন চক্রবর্তী, মো. হামিদ উল্লাহ, মাহামুদুল ইসলাম, আকতার হোছাইন, নির্মল রুন্দ্র, অমিত চক্রবর্তী প্রমুখ। এমপির ব্যক্তিগত পক্ষ সাড়ে ১২ হাজার টাকা এবং সরকারি ভাবে ৫০০ কেজি চাল প্রদান করেন পূজামন্ডপের প্রতিনিধিদের মাঝে।

চন্দনাইশ: চন্দনাইশ প্রতিনিধি জানান, দুর্গাপূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ মো. নজরুল ইসলাম চৌধুরী। তিনি গতকাল শনিবার বরমা ইউনিয়নের মাইগাতাবাতাজুড়ি সার্বজনিন দূর্গা মন্দিরে বস্ত্র বিতরণকালে বলেন, সরকার ক্ষমতায় থাকলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটুর সভাপতিত্বে ও কৃষ্ণ চক্রবর্ত্তীর সঞ্চালনায় এতে মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, ইউপি চেয়ারম্যান এসএম সায়েম, আমিন আহমেদ চৌধুরী রোকন, কায়সার উদ্দীন চৌধুরী, বলরাম চক্রবর্ত্তী, মো. তৌহিদুল আলম, এএসএম মুছা তছলিম, আবু তৈয়ব প্রমুখ। তিনি গাছবাড়িয়া, দোহাজারী পৌরসভাসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন ও বস্ত্র বিতরণ করেন।

দক্ষিণ জেলা আ.লীগ : পটিয়া প্রতিনিধি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীর উদ্যোগে সনাতনী সম্প্রদায়ের কয়েকশত নারী পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে পটিয়া উপজেলা পরিষদ কার্যালয়ে এ বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাধাই চন্দ্র নাথ, পটিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি তাপস দে, আ’লীগ নেতা কাঞ্চন দে, শিল্পী মিত্র, নাজিম উদ্দিন, যুবলীগ নেতা মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক ছাত্রনেতা শাহরিয়ার শাহজাহান, শহিদুল ইসলাম। বস্ত্র বিতরণকালে জেলা আ’লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, শেখ হাসিনার সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানে কাজ করছেন। এখানে সব ধর্মের সহাবস্তান নিশ্চিত করে প্রধানমন্ত্রী সবাইকে যার যার ধর্মকর্ম পালনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছেন।

মহিউদ্দিন বাচ্চু এমপি : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে আওয়ামী লীগ নেতা মোঃ মহিউদ্দিন বাচ্চু এমপির ব্যবস্থাপনায় চট্টগ্রাম১০ আসনের আওতাধীন পূজামণ্ডব কমিটির সাথে মতবিনিময় সভা, উপহার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে ড. অনুপম সেন বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করার লক্ষ্যে শেখ হাসিনা সরকারে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখুন। মহিউদ্দিন বাচ্চু বলেন, আগামীতে যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আপনারা পূজা পালন করতে পারেন সেজন্য আমাদেরকে আবারও আওয়ামী লীগ সরকারকে জয়যুক্ত করতে হবে। নগরীর দামপাড়া মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয়ে শনিবার দুপুর ১২টায় খুলশী থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্‌বায়ক মমিনুল হকের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, শফিকুল ইসলাম ফারুক, মোঃ হোসেন, অধ্যাপক আসলাম হোসেন, রেজাউল করিম কায়সার, আতিকুর রহমান, সৈয়দ জাকারিয়া, কাউন্সিলর অধ্যাপক ইসমাইল, নূরুল আমিন, আবুল কাশেম, আসলাম সওদাগর, নাজিম উদ্দিন চৌধুরী, দিলদার খান দিলু, এরশাদ উল্লাহ, লুৎফুল হক খুশী, নাজমুল হক ডিউক, আবুল হাসানাত মোঃ বেলাল, মোরশেদ আলম, আনজুমান আরা আনজু, হুরে আরা বিউটি, জাহেদা বেগম পপি, এস এম খালেদ বাবলু সহ চট্টগ্রাম১০ আসনের আওতাধীন পূজামন্ডব কমিটির নেতৃবৃন্দ।

মহানগর যুবলীগ: যুবলীগ চট্টগ্রাম মহানগরের সহসভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে পাথরঘাটা পুরাতন ফিশারীঘাট এলাকায় দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ১৯ অক্টোবর অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর পুলক খাস্তগীর, আনিফুর রহমান লিটু, মারুফ আহমেদ সিদ্দিক, ফরহাদ আবদুল্লা, মো. ইসমাইল,মঈনুদ্দিন মাইনু,আমিনুর রহমান সায়েম, মারুফুল ইসলাম মারুফ, ইমরান, শহীদুল্লা শহীদ, অপু দাশ, মাকসুদুর রহমান, সৈয়দ সুলতান ফাহিম, হারুনুর রশিদ সামিউল, শহীদুল ইসলাম শহীদ, মাহমুদুল ইসলাম রাসেল,জয় দাশ, ঠাকুর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য হলেন উপজেলা চেয়ারম্যান জব্বার
পরবর্তী নিবন্ধগ্রেটার চিটাগাং রোটারি ক্লাবের সড়ক নিরাপত্তা সচেতনতা সেমিনার