আগামী বছরের বিশ্বকাপকে ভাবনায় রেখে টি–টোয়েন্টিতে বাংলাদেশের ম্যাচ বাড়ানোর চেষ্টা চলছে। তাইতো পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতেও হবে একটি টি–টোয়েন্টি সিরিজ। যেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। অবশ্য এই সিরিজটি নিয়ে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। এমিরেটস ক্রিকেট বোর্ড গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এই সিরিজের সূচি। আগামী ১৭ ও ১৯ মে দুই ম্যাচের সিরিজটিতে লড়বে দুই দল। দুটি ম্যাচই হবে শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) শুরু হবে দুটি ম্যাচই। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় দ্বিপাক্ষিক টি–টোয়েন্টি সিরিজ এটি। ২০২২ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে দুবাইয়ে দুটি ম্যাচ খেলেছিল দুই দল। বাংলাদেশ জিতেছিল দুটিতেই। তাই এবারের ম্যাচ দুটিতেও জিতে নিজেদের পাকিস্তান সফরের প্রস্তুতি সারতে চাইবে বাংলাদেশ দল। যদিও শক্তির বিচারে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান আর আরব আমিরাতের ফারাক বিশাল। তারপরও মরুর বুকে প্রস্তুতিটা নিতে চাইবে বাংলাদেশ বেশ ভালভাবেই। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজটি খেলেই সরাসরি পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। সেই সফরের সূচি প্রকাশ করা হয়েছে কয়েকদিন আগেই। সুচি অনুযায়ী আগামী ২১ মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে আগামী ২৫ ও ২৭ মে ফায়সালাবাদে। দীর্ঘ দিন পর ফয়সালাবাদে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচ দিয়ে। পরের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ মে, ১ ও ৩ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে আগামী বছরের বিশ্বকাপে তাকিয়ে দুই বোর্ডের সমঝোতায় ওয়ানডে সিরিজ বাদ দিয়ে টি–টোয়েন্টি দুটি বাড়ানো হয়। আগামী ফেব্রুয়ারি–মার্চে টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসবে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায়।