ঘাসফুলের প্রতিষ্ঠাতা মরহুমা শামসুন্নাহার রহমান পরাণ ও প্রধান পৃষ্ঠপোষক মরহুম এম এল রহমানের ৩য় কন্যা শামীম রহমানের (রুবা) ১ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে গতকাল সকালে ঘাসফুল প্রধান কার্যালয়ে ভার্চুয়ালি দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়। ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সঞ্চালনায় মাহফিলে দোয়া পাঠ করেন মরহুমার বড় বোন ও ঘাসফুল নির্বাহী পরিষদ সদস্য পারভীন মাহমুদ। মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ শিখা জামান। স্মরণসভায় বক্তব্য রাখেন মরহুমার কন্যা ডা. শাবানা চৌধুরী, ননদ সীমা খান, ক্যামেলিয়া, খালা নাহিদ হানিফ, ডা. ফারুক আযম, ঘাসফুলের নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী, ঘাসফুল সাধারণ পরিষদ সদস্য ঝুমা রহমান, ঘাসফুল নির্বাহী পরিষদ সদস্য প্রফেসর ড. জয়নাব বেগম, ফজলুল হক মামুন, মিস তানাজ ও ঘাসফুলের উপপরিচালক মফিজুর রহমান। পরে শামীম রহমানের বর্ণাঢ্য জীবনের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












