সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আহত রোগীদের জন্য দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনার পক্ষ থেকে প্রতিদিনের তৈরি খাবার বিতরণের প্রথম দিনে গতকাল বুধবার দুপুরের খাবার হস্তান্তর করা হয় চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসানের কাছে। এ সময় তিনি মানবিক এই সহায়তায় এগিয়ে আসার জন্য শামীমা হারুন লুবনাকে ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগকে ধন্যবাদ জানান।
সমাজের সকলের সহযোগিতায় সকল দুর্যোগ এভাবে মোকাবেলা করতে পারলে সমাজ, রাষ্ট্র উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে এই আশ্বাস প্রদান করেন লুবনা।
এ সময় আরো উপস্থিত ছিলেন এসিস্টেন্ট ডিরেক্টর হুমায়ুন কবির, রাজনীতিবিদ মো. গিয়াসউদ্দিন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সহসভাপতি রেহানা ফেরদৌস, জান্নাত আরা মঞ্জু, যুগ্ম সম্পাদক খালেদা আক্তার চৌধুরী, জীবন আরা বেগম, তাহমিনা আক্তার, সানা শাহীন, বিবি জয়নব লাকি, তাহমিনা আক্তার চৌধুরী প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।