বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সংবাদ পাঠিকা ও সঙ্গীত শিল্পী শামীমা খালেদ (৬৫) গত মঙ্গলবার দিবাগত রাতে নগরীর লালখান বাজারে বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েমহ অসংখ্য গুণগ্রাহী যান। গতকাল বাদ জোহর জানাজা শেষে তাঁকে নগরীর গরীবুল্লাহ শাহ (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, শামীমা খালেদ বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের জ্যেষ্ঠ সংবাদ অনুবাদক ও ক্রীড়া সাংবাদিক সাইফুদ্দিন খালেদ চৌধুরীর সহধর্মীনি। প্রেস বিজ্ঞপ্তি।












