শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের সব পদ স্থগিত

| বৃহস্পতিবার , ২২ আগস্ট, ২০২৪ at ১২:১২ অপরাহ্ণ

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলের সব পদ স্থগিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে তাদের পদ স্থগিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ইতোমধ্যে এই দুইজনে পদ স্থগিতের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। খবর বাংলানিউজের।

প্রসঙ্গত, বুধবার ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হওয়ার খবর পাওয়া গেছে অন্তত ১০ জনের। নিহত কবির ভূঁইয়া (৫৫) উপজেলার ছাগলদি গ্রামের আবুল বসার ভূঁইয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরকান্দা ফরিদপুর২ সংসদীয় আসনের অন্তর্গত। এ উপজেলাতেই জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের বাড়ি। দুজনই ওই আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধসিঙ্গাপুরে অর্থপাচার: এস আলমের বিরুদ্ধে বন্ধ অনুসন্ধান ফের শুরু