মরহুম শামসুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত রোববার রাতে কাজির দেউড়ি আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে আব্দুল গনি স্মৃতি সংসদ বনাম জাহাঙ্গীর স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে দুদলের কেউ গোল করতে না পারায় ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ১–০ গোলে জাহাঙ্গীর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে আব্দুল গনি স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়। ফাইনালের সেরা খেলোয়াড় আব্দুল গনি স্মৃতি সংসদের মোহাম্মদ অভি, টুর্নামেন্টের সেরা গোলদাতা জিমা সেতারা সংঘের মোহাম্মদ আশিক, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় জাহাঙ্গীর স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ রাব্বি, টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হন জাহাঙ্গীর স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ সবুর। টুর্নামেন্টে মোট ২০টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, ২১নং জামাল খান ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুস সালাম নিশাদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সুলতান শাহ। ধন্যবাদ জ্ঞাপন করেন মরহুম শামসুল হকের জ্যেষ্ঠ পুত্র আজিজুল হক সানি। উপস্থিত ছিলেন ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খান, পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, এস এম সেলিম, আমজাদ হোসেন, কাজী শাহজাহান, মোহাম্মদ মনসুর, এনামুল হক রাজু, মোহাম্মদ ইউনুস, আবু নাছের পেয়ারু, হারুনুর রশিদ, শাহাদাত হোসেন চৌধুরী দৌলত, দোলন দাশ, এস এম শামীম, মোস্তাক সালাম তালুকদার, নুর উদ্দিন, মোহাম্মদ হানিফ, খলিলুর রহমান, মনির হোসেন, আব্দুল মোমেন, নুরুল ইসলাম, মোহাম্মদ রাসেল, চৌধুরী মোহাম্মদ রিফাত প্রমুখ।