চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট কোচ এবং চট্টগ্রাম ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোমিনুল হকের পিতা শামসুল হক গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। এদিন বাদে মাগরিব দামপাড়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
ক্রিকেট কোচ মোমিন ও আমিনুল হক এবং সাবেক কৃতী ক্রিকেটার ইমরানুল হকের পিতার মৃত্যুতে সিজেকেএস সভাপতি ও চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, সিজেকেএস কাউন্সিলরবৃন্দ, সিজেকেএস কর্মচারী কল্যাণ সমিতির সকল সদস্য এবং চট্টগ্রাম ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল্লাহ চৌধুরী গভীর শোক প্রকাশ জানিয়েছেন। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে মহান আল্লাহর দরবারে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।