রাউজান ডেকোরেটার্স মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, সাজঘর ডেকোরেটার্সের সত্ত্বাধিকারী মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মো. শামসুল আলম চৌধুরী (৯০) গতকাল মঙ্গলবার সকাল ৫টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৫ মেয়েসহ অনেক আত্মীয় স্বজন রেখে যায়।
একইদিন জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাউজান ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন (শওকত)সহ সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।