শামসুন নাহার খান নার্সিং কলেজের (চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের একটি প্রকল্প) গভর্নিং বডির নির্বাচন ২০২০ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার হাসপাতালের কনফারেন্স রুমে চট্টগ্রমা বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ও শামসুন নাহার খান নার্সিং কলেজ গভর্নিং বডির নির্বাচন কমিশনার প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী ফলাফল ঘোষণা করেন। বিভিন্ন ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন ঃ ভাইস-চেয়ারম্যান/অনারারি ট্রেজারার পদে ডাঃ কামরুন নাহার দস্তগীর, ট্রাস্টি বোর্ডের সদস্য পদে ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, মো. হারুন ইউসুফ, এম. জাকির হোসেন তালুকদার, শিক্ষক প্রতিনিধি পদে সঞ্চিতা বড়ুয়া, কাজল রানী দে, অভিভাবক প্রতিনিধি পদে নিয়তি চাকমা, নাছিমা আক্তার ও নুর বেগম নির্বাচিত হন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) সৈয়দ মো. মোরশেদ হোসেন, মো. সোহরাব হোসাইন সহকারী রেজিস্ট্রার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ডাঃ মো. নূরুল হক পরিচালক (প্রশাসন), মো. মোশাররফ হোসেন উপ-পরিচালক (প্রশাসন), ডাঃ এ.কে.এম আশরাফুল করিম উপ-পরিচালক (প্রশাসন), নার্সিং কলেজের প্রিন্সিপাল স্মৃতি রানী ঘোষ। প্রেস বিজ্ঞপ্তি।