শামশুল হুদা চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

| সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

আনোয়ারার সমাজসেবক ও শিক্ষানুরাগী শামশুল হুদা চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পূর্ব বরৈয়া শামশুল হুদা চৌধুরী তা’জিমুল কুরআন মডেল মাদরাসায় খতমে কোরআন, মিলাদ মাহফিল, কবর জেয়ারত ও বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়েছে। তিনি জীবদ্দশায় নিজ গ্রামে একক প্রচেষ্টায় পূর্ব বরৈয়া টি এম সি হাই স্কুল, প্রাইমারী স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, পাঠাগার, মাদরাসা, সাইক্লোন শেল্টার, মসজিদ ও ডাকঘর প্রতিষ্ঠা করেন। এছাড়া পল্লী বিদ্যুৎ আনয়ন ও গ্রামের রাস্তাঘাট সংস্কারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। শামশুল হুদা চৌধুরী ২০০৪ সালের আজকের এই দিনে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএতিমদের মাঝে দক্ষিণ জেলা তরুণ দলের কুরআন বিতরণ
পরবর্তী নিবন্ধনুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত