চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের প্রবীন সদস্য ও চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সদস্য মোহাম্মদ শামছুল হক গত ১৫ জুলাই সকাল সাড়ে ৮টার সময় চট্টগ্রামস্থ নিজবাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ বহু গুণাগ্রাহী রেখে যান। গতকাল বিকাল ৫টার দিকে গ্রামের বাড়ীতে মরহুমের নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আবু তাহের, সম্পাদক ওসমান গণি টিপু, চিটাগাং সংবাদ পত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি দাউদুল ইসলাম, সম্পাদক নজরুল ইসলাম ও সকল সদস্যবৃন্দ গভীর শোক ও শোক সপ্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।