শাবি উপাচার্যের দুঃখ প্রকাশ

আন্দোলন প্রত্যাহার করল শিক্ষার্থীরা

| রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৩৬ পূর্বাহ্ণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি ও লাঠিপেটার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছেন। শিক্ষামন্ত্রী ‘দুঃখপ্রকাশ করতে বলার’ একদিনের মাথায় গতকাল শনিবার দুপুরে উপাচার্যের পক্ষ থেকে গণমাধ্যমের কাছে এই বিবৃতি আসে। এদিকে শিক্ষামন্ত্রী দীপু মনি আশ্বাস দেওয়ার পর শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের আন্দোলন প্রত্যাহার করেছেন। বিশ্ববিদ্যালয় গোলচত্বরে গতকাল শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। খবর বিডিনিউজের।
আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে মুহাইমিনুল বাশার রাজ, সাব্বির আহমেদ, শাহরিয়ার আবেদীন, নাফিসা আনজুম, ইয়াছির সরকার, সুদীপ্ত ভাস্কর সংবাদ সম্মেলনে ছিলেন। তাছাড়া তাদের সঙ্গে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে মোহাইমিনুল রাজ বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহোদয় আমাদের সকল দাবি মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। তাদের প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা আমাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিলাম এবং দাবি পূরণের অপেক্ষায় থাকলাম।
এর আগে গতকাল দুপুরে উপাচার্যের স্বাক্ষর ও তারিখ সম্বলিত বিবৃতিটি সাদা কাগজে গণমাধ্যমের কাছে এসেছে এবং এতে বিশ্ববিদ্যালয়ের প্যাড ব্যবহার করা হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন দুপুরে বলেন, এটি উপাচার্য মহোদয়ের বিবৃতি।
বিবৃতির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্যাড ব্যবহার করা হয়নি কেন-এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার বলেন, সিলেটে সকাল থেকে বিদ্যুৎ নেই। এ কারণে আনুষ্ঠানিক বিবৃতি পাঠাতে দেরি হচ্ছে। তবে যে বিবৃতিটি গণমাধ্যমের কাছে পৌঁছেছে সেটি উপাচার্য স্যারের।
বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি রাতে আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা। এর জেরে ১৬ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠির পাশাপাশি কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এরপর শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন; এক পর্যায়ে তারা আমরণ অনশনে বসেন। ২৬ জানুয়ারি সেই অনশন ভাঙেন শিক্ষার্থীরা। অনশন ভাঙলেও নানা কর্মসূচির মাধ্যমে আন্দোলন অব্যাহত রেখেছিলেন শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধদুছড়িতে বিদ্যুৎ সংযোগসহ সাড়ে ১০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ফের বন্য হাতির তাণ্ডব, ৩ বাড়ি ভাঙচুর