সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুপুরে মানববন্ধন করেন তারা। এ সময় শাবির শিক্ষার্থীদের ওপর রোববার পুলিশের হামলার নিন্দা জানান শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন, যেকোনো যৌক্তিক আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। পুলিশ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে উপাচার্য তার পদে থাকার নীতিগত অধিকার হারিয়েছেন। শাবিপ্রবি শিক্ষার্থীদের সকল দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে অবিলম্বে তাদের প্রক্টরিয়াল বডি ও ভিসির পদত্যাগের দাবি করা হয় মানববন্ধন থেকে।
বক্তারা বলেন, এ হামলা শুধু ওই বিশ্ববিদ্যালয়েই নয়, এটি সব বিশ্ববিদ্যালয়ের ওপরই হামলা। শিক্ষকদের বিবেক কী অবস্থায় এসে পৌঁছেছে যে তারা নিজেদের পদ রক্ষায় শিক্ষার্থীদের ওপর গুলি চালাচ্ছে, রাবার বুলেট ছুড়ছে। অধিকারের বিষয়ে অবহেলা প্রশাসনের একটি অভ্যাসে এসে দাঁড়িয়েছে। প্রত্যেক শিক্ষার্থীই এর ভুক্তভোগী।
উল্লেখ্য, এর আগে গত রোববরা সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের তিন দফা দাবির আন্দোলনে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোঁড়ে। শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের মদদেই পুলিশ এ হামলা চালায়। এ কারণে উপাচার্য ও প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে গতকাল আবার আন্দোলনে নামে কয়েক শত শিক্ষার্থী। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এ আন্দোলন অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন। এর জেরে গতকাল শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।