চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন শাপলা সমাজকল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা, নতুন কমিটির অভিষেক ও এসএসসি জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক পরিমল কান্তি দাশ ও পরিষদের সাংগঠনিক সম্পাদক শিমুল নন্দীর সঞ্চালনায় ১ম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক উজ্জ্বল কুমার দেব। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র গীতা থেকে পাঠ করেন পূর্না চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের অর্থ সম্পাদক রুপন দাশ। অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও পরিবারের সদস্যদের মধ্যে যারা প্রয়াত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতায় শ্রদ্ধা জানানো হয়।
সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী। নবগঠিত ১৪৩২–১৪৩৪ বাংলার কার্যকরি পরিষদের শপথবাক্য পাঠ করান আহ্বায়ক পরিমল কান্তি দাশ। ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন শাপলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি দিলীপ কান্তি দত্ত।
বক্তব্য রাখেন সঞ্জয় দেব খোকন, ধীমান দাশগুপ্ত, আশুতোষ দে, ত্রিদিব বিশ্বাস কাজল, হারাধন মহাজন, তপন চৌধুরী মিঠু, বাবলা মজুমদার, পংকজ সেন, ইন্দ্রজিত বিশ্বাস যীশু, জুয়েল আইচ, কাজল পালিত, দীপাল মজুমদার, অসিম সাহা, বাদল সাহা, সুজিত চৌধুরী। অনুষ্ঠানে অতিথিবৃন্দ এসএসসিতে জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন। ছোট্ট সোনামনিদের আবৃতি, গান ও অতিথি শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।












