শাপলা মুকুল খেলাঘর আসরের পুনর্মিলনী

| মঙ্গলবার , ৯ আগস্ট, ২০২২ at ৮:৫২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া সৈয়দবাড়ী শাপলামুকুল খেলাঘর আসরের পুনর্মিলনী গত ৫ আগস্ট স্থানীয় বি আই জেড এইচ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। আসরের সভাপতি রতন কান্তি শীলের সভাপতিত্বে এবং জুলিয়ানা ছাদেক সুমার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আবুল কাসেম, সম্পাদক মণ্ডলীর সদস্য শোভন সেনগুপ্ত, টিংকু কুমার ভৌমিক, শাপলা মুকুল খেলাঘর আসরের প্রধান উপদেষ্টা ইফতেখার হোসেন, আসরের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ কাজল, মোঃ শহিদুল্লাহ প্রমুখ।
সভায় বক্তাগন মাদক মুক্ত সমাজ এবং অসামপ্রদায়িক বাংলাদেশ গঠনে খেলাঘরের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভা শেষে আসরের ভাই বোনদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে অংশ নেয় অঙ্কিতা, আদিত্য, ওয়ারিসু, প্রতিম, বর্ণ, ইমাপাল, দীঘি, কাব্য, নবনী, অন্তিকা, অর্পিতা, সামান্তা, পূর্না, প্রিয়ন্তি, ঈশান, সৃজিতা দে, অরণী, সৃজিতা বড়ুয়া, জয়িতা, ঝুমা, দীপান্বিতা, সিমন্তীনি, অর্পনা, মিষ্টু, লোরা, বিশাখা, সুমনা, মনিষা, রুদ্র, মনিরা, সুরেলা, ঋদ্ধি, নোভা, লাবনি, শর্মি, অনিন্দিতা, অর্নিকা, প্রিয়াঙ্কা, টিসা, অলকা, দ্বীপ, স্বস্তিকা, মুন শীল, অর্চি, সৃজিতা চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শিউলি নাথ, অজয় বড়ুয়া, মুক্তা বড়ুয়া, সুস্মিতা দাশ, জয়শ্রী দে ও সুবর্না বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধবিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন