‘শাপলা মার্কা দিতে হবে’

ফেসবুকে সোচ্চার এনসিপি নেতারা

| বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৫:১৩ পূর্বাহ্ণ

নির্বাচন কমিশন নির্ধারিত তালিকা থেকে পছন্দের প্রতীক নিতে জাতীয় নাগরিক পার্টিএনসিপিকে সময় বেঁধে দেওয়ার পর শাপলার পক্ষে সোশাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন দলটির নেতারা। এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা গতকাল মঙ্গলবার বিকালে এক ফেসবুক পোস্টে লেখেন, ‘এনসিপির মার্কা শাপলা। শাপলা দিতে হবে।’ এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ফেসবুক পেইজে ওই পোস্ট শেয়ার করেন। একই সময়ে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেইসবুকে লেখেন, ‘এনসিপি শাপলাই পাবে।’ খবর বিডিনিউজের।

দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা লেখেন, বিষয়টা শুধু শাপলা প্রতীক ইস্যু না। ব্যাপারটা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সক্ষমতা প্রমাণের। এর আগে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, এনসিপিকে কেন শাপলা দেওয়া হবে না, সেটা তিনি জনগণের কাছে ব্যাখ্যা করবেন না। শাপলা প্রতীক এনসিপিকে বরাদ্দ না দেওয়া ইসির মনমর্জির বিষয় কি না, সেই প্রশ্ন তোলেন এই এনসিপি নেতা।

তিনি বলেন, আজকেও সচিব যা বললেন, তার সারমর্মআইনগত প্রতিবন্ধকতার ব্যাপার না, শাপলা না দেওয়া কমিশনের মনমর্জির উপর নির্ভরশীল। আমরা এটাই বলে আসছি, জুলাই গণঅভ্যুত্থানের পরে কোনো প্রতিষ্ঠান স্বচ্ছতা এবং জনগণের কাছে জবাবদিহিতার বাইরে থাকতে পারবে না। কোন প্রতিষ্ঠান বেআইনি, বৈষম্যমূলক ও স্বেচ্ছাচারী আচরণ করতে পারবে না। নির্বাচন কমিশনকে স্পষ্ট করতে হবে তারা কি জনগণের কাছে মুখাপেক্ষী, নাকি আপাত ক্ষমতার জন্য অপেক্ষমাণ কোনো রাজনৈতিক দল বা বন্দুকওয়ালা কারো মুখাপেক্ষী? জনতার মার্কা শাপলা। এনসিপির মার্কা শাপলা। শাপলা দিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধগড়দুয়ারায় খালে স্লুইচ গেট নির্মাণের জটিলতা কাটল
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার