আগের ম্যাচেই খেলেছিলেন ৯২ রানের ঝড়ো ইনিংস। মুনিম শাহরিয়ারের সেই ঝড় শেখ জামাল ম্যাচেও চললো। গতকাল সোমবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে এই ওপেনার খেললেন ৭৪ রানের ইনিংস। তার সঙ্গে নাজমুল হোসেন শান্তর ঝড়ো হাফসেঞ্চুরির পর মেহেদী হাসানের তোপে বড় জয় পেয়েছে আবাহনী। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ডাকওয়ার্থ-লুইস মেথডে ঐতিহ্যবাহী ক্লাবটি জিতেছে ৪৯ রানে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুনিমের ৭৪ ও শান্তর ৬৫ রানে ভর করে আবাহনী ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৮১ রান করার পর শুরু হয় বৃষ্টি। ফলে ডাকওয়ার্থ-লুইস মেথডে শেখ জামালের লক্ষ্য ঠিক হয় ১৩ ওভারে ১৪৮। সেই লক্ষ্যে শেখ জামাল ৮ উইকেটে করতে পারে ৯৮ রান।
টস জিতে ব্যাটিংয়ে নামা আবাহনী শুরুতে হারায় মোহাম্মদ নাঈমের উইকেট। তবে দ্বিতীয় উইকেটে মুনিম ও শান্ত দলকে নিয়ে যান বড় সংগ্রহে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মুনিম ৪০ বলে করেন ৭৪ রান। ৯ চারের সঙ্গে ৩ ছক্কায় দেখার মতো এক ইনিংস খেলেন এই তরুণ। আর শান্ত ৪২ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৬৫ রানে। তাদের আলো ছড়ানো ম্যাচে হতাশ করেন মুশফিক। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান আবাহনী অধিনায়ক।