বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ‘বর্তমান প্রেক্ষাপটে সুফিবাদীদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক বুধবার ১০ ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ হলে সম্পন্ন হয়েছে। ঐক্য ফোরামের চেয়ারম্যান সাংবাদিক নুর মোহাম্মদ রানার সভাপতিত্বে ও মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডার দরবার শরিফের গাউছিয়া আহমাদিয়া মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশিন শাহসুফি সৈয়্যদ সাজ্জাদ হোসেন সোহেল আল মাইজভান্ডারী (মা:জি:আ🙂। মুখ্য আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঐক্য ফোরামের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক আবুল বরকত আকাশ। আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, সুফিবাদই ইসলামের নির্যাস। ইসলামের শান্তিবাদী উদারনৈতিক দর্শনে সুফিবাদীদের পক্ষে যুগে যুগে দেশে দেশে প্রচার প্রসারে এগিয়ে আসছেন আউলিয়ায়ে কেরামগন। সুফিবাদী দর্শন মানে দরবেশ ওলী বুজুর্গগণ উগ্রতা নয় বরং মানবিক দৃষ্টিকোণ থেকে ইসলামের প্রতিনিধিত্ব করে আসছেন এবং এখনও করে যাচ্ছেন। সর্বাবস্থায় শান্তি সমপ্রীতি বজায় রাখাই সুফিবাদীদের দর্শন ও শিক্ষা। তাই অশান্ত সংঘাত পীড়িত বিশ্বে শান্তি ও জনস্বস্তি ফিরিয়ে আনতে সুফিবাদী মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে। গোলটেবিল বৈঠকে অংশ নেন গাউছিয়া খলিল মঞ্জিল ও আরজিয়ার সাজ্জাদানশিন শেখ ফায়সাল করিম মাইজভান্ডারী, আল্লামা হাফেজ শাহ আলম নঈমী, শাহজাদা সৈয়দ নাফিজুর রহমান আলহাসানী মাইজভান্ডরী, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, অধ্যক্ষ আবু তালেব বেলাল, ড. আল্লামা আনোয়ার হোসাইন, শাহজাদা মুহাম্মদ আমির উদ্দিন আমিরী, শাহজাদ রেজাউল করিম সুমন ইয়াকুবী, মুহাম্মদ আবদুর রহিম, অধ্যক্ষ আল্লামা আতাউল মোস্তফা রেজভী, ডা. মওলানা ইয়াকুব মাইজভারী, ফুলকলির জিএম এম এ ছবুর, শাহাজাদা মাওলানা আবদুল কাদের চাঁদমিয়া, শাহজাদা মাওলানা সৈয়দ শাহজাহান মাইজভারী, মাওলানা মুহাম্মদ জাহাঙ্গির আলম, মুহাম্মদ ইলিয়াস সোহেল, সুন্নি সাইবার ফোর্স এর পরিচালক রিদুয়ান হৃদয়, সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন, সৈয়দ মুহাম্মদ আজগর, মুহাম্মদ রিদুয়ান হৃদয়, মুহাম্মদ নিজাম উদ্দিন, মুহাম্মদ নাজমুল হুদা সাকিব, আনিস মুহাম্মদ বিবলু প্রমুখ। পরিশেষে মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












