আল্লাহ তায়ালার নির্দেশিত বিধান ও তাঁর প্রিয় রাসূলের (দ.) প্রদর্শিত রীতি-নীতি সুন্নাত ত্যাগ করায় বিশ্বময় নানা অশান্তি বিরাজ করছে। শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ-রাসূল (দ.) ও আউলিয়ায়ে কেরামের আদর্শ চর্চার বিকল্প নেই। গতকাল মঙ্গলবার পটিয়া বুধপুরা কর্তালা বেলখাইন উচ্চ বিদ্যালয় ময়দানে আয়োজিত তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে আওলাদে রাসূল (দ.), ছিরিকোট দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.) উপরোক্ত কথা বলেন। গাউসিয়া কমিটি পশ্চিম পটিয়া শাখার সভাপতি মুহাম্মদ ছগির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এয়াকুব আলীর পরিচালনায় অনুষ্ঠিত কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন আনজুমান-এ-রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মুহাম্মদ সিরাজুল হক প্রমুখ।
চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, পীরে তরিক্বত আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ.) বলেছেন, মহান আল্লাহ মানবজাতির কল্যাণ সাধনের জন্য রাসূল (সাঃ) কে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুতরাং রাসুল (সাঃ) এর দেখানো পথে চললেই মানব জাতির কল্যাণ সাধিত হবে। তিনি গত সোমবার চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজ ময়দানে গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্সে প্রধান মেহমানের বক্তব্যে একথা বলেন। মাওলানা আবদুল গফুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সুন্নী কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, আনজুমান ট্রাস্ট্রের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. মহসিন, গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, সাধারণ সম্পাদক শাহজাদা ইবনে দিদার, চন্দনাইশ পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা।
ফটিকছড়ি হামেদিয়া শাহ মজিদিয়া খানকাহ : ফটিকছড়ি বিবিরহাট হামেদিয়া শাহ মজিদিয়া রশিদিয়া আজিজিয়া খানকাহ শরীফের উদ্যোগে সম্প্রতি পবিত্র মিলাদুন্নবী (সা.) ও সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দরবারে আলীয়া গারাংগিয়ার পীর হযরত শাহ মাওলানা হাফেজ মাহমুদুল হাসান ছিদ্দিকীর (রহ.) ছাহেবজাদা মাওলানা আবু রাশেদ মুহাম্মদ মহিউদ্দিন ছিদ্দিকী। খলিফায়ে গারাংগিয়া হযরত ছৈয়দ মাওলানা মোহাম্মদ আলীর (ম.জি.আ) সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা ড. মুহাম্মদ ওয়ালি উল্লাহ মুঈন, মাওলানা তৈয়ব আলী মজিদী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা সৈয়দ আবু বকর, মাওলানা আবু বকর। ছিলেন মুহাম্মদ সোলাইমান, মুজাহেরুল ইসলাম মুজাদ্দেদী, মুহাম্মদ আবুল ফয়েজ, মুহাম্মদ কুতুবউদ্দিন শাহ ইমন, নূর মুহাম্মদ, মোহাম্মদ খোরশেদুল আলম প্রমুখ।
চট্টগ্রাম কাঠ ব্যাবসায়ী সমিতি : চট্টগ্রাম কাঠ ব্যাবসায়ী সমিতির উদ্যোগে (ফিরিঙ্গি বাজার চেয়ারম্যান ঘাট) ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ, সমাজসেবক আবদুল হাকিম। আরো উপস্থিত ছিলেন কাঠ ব্যবসায়ী নুরউদ্দীন চৌধুরী বাবুল, মোহাম্মদ হোসেন সওদাগর, হারুনুর রশীদ চৌধুরী, হাজী মো. ইসমাইল সওদাগর, জাহাঙ্গীর আলম, মো. শহীদ, খালেক হোসেন, কফিল উদ্দীন, নজরুল ইসলাম, আতাউর রহমান বাবুল, মো. শহীদুল্লাহ্, মো. আজম, মো. আতিক, সেন্টু মিয়া, জাভেদ আহমদ, মো. নাভেদ প্রমুখ। পরে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব উপস্থিত থেকে কাঠ শ্রমিক, মিল শ্রমিক ও ভ্যানওয়ালাদের মাঝে তবারুক বিতরণ করেন।
ওষখাইন আলী নগর দরবার শরীফ : আনোয়ারায় ওষখাইন আলী নগর দরবার শরীফ ও ওষখাইন শাহ আলী রজা (রা.) আলিম মাদ্রাসার উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (স.) অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পরৈকোড়া ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জাম’আত, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট ও ছাত্রসেনার সহযোগিতায় জুলুসে বিভিন্ন মাদ্রাসার আলেম, ছাত্র, স্থানীয় মুসল্লীসহ বিভিন্ন এলাকা থেকে আগত দরবারের মুরিদান ও ভক্তবৃন্দরা অংশ নেন। সবার মুখে ছিল হামদ, নাত, দরূদ আর স্লোগান আর হাতে ছিল জাতীয় পতাকাসহ কালেমা খচিত পতাকা। এতে ছদারত করেন ওষখাইন আলী নগর দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা মোহাম্মদ ইলিয়াছ রজা (মঃজিঃআঃ)। সকালে হযরত শাহ সুফী আলী রজা প্রকাশ কানু শাহ্ (র:) দরবার শরীফে খতমে কোরআন, জিয়ারত, পুষ্প মাল্য অর্পণের মাধ্যমে জুলুসটি দরবার প্রাঙ্গণ থেকে বের হয়ে মামুরখাইন বাজার, মাহাতা, ভিংরোল ও ছত্তার হাট বাজার সহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় মাজার প্রাঙ্গণে এসে মিলাদ কেয়াম মিলিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ওষখাইন শাহ আলী রজা (রাঃ) আলিম মাদ্রাসার পরিচালক শাহজাদা মাওলানা আবদুল কাদের চাঁদ মিয়া, শাহজাদা মাওলানা নেছার মিয়া। উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আবুল মনছুর রেজভী প্রমুখ।
ইয়াকুব ভাণ্ডার দরবার : ইয়াকুব ভাণ্ডার দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মিলাদ মাহফিল গত ২৫ অক্টোবর পটিয়া হুলাইনস্থ দরবার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইয়াকুব ভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী ফরিদ আহমদ আল কাদেরী আল হাচানী আল মাইজভাণ্ডারী। আলোচক ছিলেন মাওলানা মঈনুদ্দীন খাঁন মামুন আলকাদেরী। উপস্থিত ছিলেন শাহজাদা রেজাউল করিম ইয়াকুবি (বড় মিয়া), শাহজাদা নিজামুল করিম ইয়াকুবি, শাহজাদা ইমরানুল করিম ইয়াকুবি, শাহজাদা এবিএম ছিদ্দিক উল্লাহ ইয়াকুবি।