শান্তি প্রতিষ্ঠার জন্য মহানবীর (দ:) আদর্শ প্রতিষ্ঠা করা অপরিহার্য

ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার মিলাদুন্নবী (দ:) সেমিনারে বক্তারা

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৮ অক্টোবর, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

পটিয়ায় ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার ব্যবস্থাপনায় মিলাদুন্নবী (🙂 সেমিনার গত শুক্রবার দলীয় কার্যালয়ে প্রস্তুতি কমিটির আহবায়ক নুরুল ইসলাম জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন আমান উল্লাহ আমান সমরকন্দী। প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ তৈয়্যব আলী। বিশেষ অতিথি ছিলেন মঈনুদ্দীন নূরী ছিদ্দিকী আল কোরাইশী। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক সৈয়দ মোখতার উদ্দিন। মুহাম্মদ বেলাল উদ্দীন আলমদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ফেরদৌসুল আলম খাঁন, গাজী মঞ্জুরুল করিম রেফায়ী, মুহাম্মদ আলী হোসাইন,মুহাম্মদ ফয়জুল্লাহ্‌ খতিবী, কাজী বদিউর রহমান, মুখতার হোসেন শিবলি, মাস্টার কমরুদ্দীন, অধ্যক্ষ আহমদ রেজা নক্সবন্দী, ডা. নাজিম উদ্দীন, ফখরুল ইসলাম, মাঈনুদ্দীন খাঁন, নিজামুল করিম সুজন, আরিফুল হক রানা, নূরের রহমান রনি, মুহাম্মদ নূর উদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় সকলকে মহানবীর (🙂আদর্শ অনুসরণ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডার দরবারে জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল
পরবর্তী নিবন্ধশারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময়