শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন

আজাদী ডেস্ক | রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৭:৪৬ পূর্বাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনে গতকাল শনিবার (২ ডিসেম্বর) উদযাপিত হয়েছে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি। এ উপলক্ষে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িতে নানা কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির মধ্যে ছিল সভা, সমাবেশ, শোভাযাত্রা, কেক কাটা, ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এতে মারমা, চাকমা, বম, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, ম্রো, খুমীসহ পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর নারীপুরুষেরা অংশ নেয়। দৈনিক আজাদীর প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।

বান্দরবান : শনিবার সকালে জেলা পরিষদের আয়োজনে বান্দরবানে জেলা প্রশাসন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

দিবসটি উপলক্ষে স্থানীয় রাজারমাঠে সেনাবাহিনীর বান্দরবান জোনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবান ৬৯ সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।

রাঙামাটি : গতকাল সকালে শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসাধারণ সম্পাদক জলিমং মারমা।

বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতিরঞ্জন চাকমা, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি জুয়েল চাকমা।

খাগড়াছড়ি : শনিবার সকালে ঐতিহাসিক জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে শান্তি চুক্তির ২৬তম বর্ষপূতি অনুষ্ঠান উদ্বোধন করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুনায়েদ কবীর সোহাগ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় প্রবাসী চার ভাইয়ের বসতঘরে চুরি
পরবর্তী নিবন্ধআইএমওর কাউন্সিল সদস্য হলো বাংলাদেশ