শান্তির রাউজান গড়তে সকল প্রার্থীর অভিন্ন সুর

চট্টগ্রাম-৬ রাউজান

মীর আসলাম, রাউজান | শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৪:৪০ পূর্বাহ্ণ

আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম৬ নির্বাচনী আসন রাউজানে চার রাজনৈতিক দলের চার প্রার্থী রাত দিন চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। প্রত্যেক প্রার্থী ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে প্রচারণায় গুরুত্ব দিচ্ছেন রাউজানকে সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত করে শান্তি ও সমৃদ্ধির জনপদে পরিণত করার। এককথায় সকল দলের প্রার্থীই শান্তির রাউজান গড়তে অভিন্ন সুরে প্রচারণা চালাচ্ছেন।

সংখ্যালুঘু পরিবার সমূহকে অভয় দান করে আশ্বস্ত করছেন তাদের জানমালের নিরাপত্তায় কঠোর হবেন। যেকোনো মূল্যে রাউজানে অসম্প্রদায়িক চেতনা সমুন্নত রেখে সকল ধর্মবর্ণের মানুষের জন্য রাউজানকে নিরাপদ ঠিকানায় পরিণত করবেন। এই আসনে বিএনপির ধানের শীষ প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় আছেন জামায়াত ইসলামীর দাঁড়ি পাল্লার প্রার্থী শাহাজাহান মঞ্জু, ইসলামী ফ্রান্টের মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ ইলিয়াছ নুরী, মাথাল প্রতীকে গণসংহতি আন্দোলনের নাসির উদ্দিন তালুকদার।

সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, বিগত সময়ে রাউজানের কয়েকটি নির্বাচনে মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি। ভোট দিতে গিয়ে অনেকেই মারাধরের শিকার হয়েছেন। ছাড়তে হয়েছে এলাকা। পরিবেশ পরিস্থিতি দেখে হয়ত সিদ্ধান্ত নেবেন। উপজেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় এই নির্বাচনী আসনে ভোটার সংখ্যা তিন লাখ ৩৯ হাজার ৯৮৮। এরমধ্যে এক লাখ ৭৮ হাজার ৯৭১ জন পুরুষ ও এক লাখ ৬১ হাজার ১৭জন নারী ভোটার। আইন শৃংক্সখলা রক্ষাকারী সংস্থা সূত্রে জানা যায়, এই আসনে একটি পৌরসভা ও উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ভোট কেন্দ্র রয়েছে ৯৫টি। বিভিন্ন কেন্দ্রে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন ৬৩৯ টি কক্ষে।

আইন শৃংক্সখলাকারী বিভিন্ন সংস্থা সূত্রে আরো জানা যায়, রাউজান নির্বাচনী এলাকায় ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকায় রাখা হয়েছে। এই আসনে নির্বাচনী প্রার্থীদের প্রচারণা প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা বলেছেন, এই আসনে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তিন বারের সংসদ সদস্য। তিনি বুনিয়াদি রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা মরহুম ফজলুল কাদের চৌধুরী ছিলেন তদানিন্তন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার, বড় ভাই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী। এই পরিবারের রাউজান তথা চট্টগ্রামব্যাপী রয়েছে রাজনৈতিক প্রভাব বলয়। রাউজান উপজেলা বিএনপিতে আগে যে কোন্দল ছিল তাও মিটে গেছে। দুই পক্ষকেই মাঠে দেখা যাচ্ছে ধানের শীষের প্রচারণায়। সেদিক থেকে ভাল অবস্থানে আছেন বিএনপি প্রার্থী। তবে ভোটের মাঠে বিএনপি প্রার্থীর সাথে সমান পাল্লা দিয়ে প্রচারণায় আছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর দাঁড়ি পাল্লার প্রার্থী শাহাজাহান মঞ্জু ও বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী মোমবাতি প্রতীকের ইসলামী ফ্রন্টের ইলিয়াছ নুরী। এই দুই প্রার্থীর প্রচারপ্রচারণা কৌশল দেখে অনেকেই বলেছেন এবারের নির্বাচনী সমীকরণ মিলানো কঠিন হবে। মাঠ পর্যায়ে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, দাঁড়িপাল্লার প্রার্থী নেতাকর্মীদের সাথে নিয়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সম্প্রদায়ের নানা সামাজিক ও মানবিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন, মাঠেঘাটে, পাড়া মহল্লায় গিয়ে দল ও নিজের পক্ষে জনমত গড়ে তুলেছেন। একই কায়দায় প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন ইসলামী ফ্রন্টের প্রার্থী ইলিয়াছ নুরী। তার পক্ষে নেতাকর্মীরা মোমবাতি প্রতীক হাতে নিয়ে শোডাউন করে গ্রামে গ্রামে গিয়ে ভোট চাচ্ছেন। এই আসনের অপর প্রার্থী গণসংহতি আন্দোলনের নাছির উদ্দীন তালুকদার। তার প্রতীক দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের চির চেনা মাথাল। যদিও এই প্রতীকটি চট্টগ্রাম অঞ্চল তথা রাউজানের মানুষের কাছে তেমন পরিচিত নয়। সেকারণে প্রতীক পরিচয় ভোটারদের কাছে স্পষ্ট করতে প্রার্থী ও দলের নেতাকর্মীরা মাথাল মাথায় রেখে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। প্রগতিশীল ধারার রাজনীতিতে থাকা এই তরুণ প্রার্থী নির্বাচনী প্রচারণায় তার ইশতেহারে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, বেকারত্ব দূর, সন্ত্রাস, নৈরাজ্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তার দল নিজের ভাবনার কথা তুলে ধরে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
পরবর্তী নিবন্ধসাত প্রার্থীর প্রচারণায় সরগরম বাঁশখালী