ইসলামের প্রকৃত শিক্ষা হলো মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছানো। প্রকৃত ইসলাম শিক্ষা যারা পেয়েছেন, তারা কখনো জঙ্গীবাদ ও উগ্রবাদকে সমর্থন করে না। চন্দনাইশের উত্তর বরকল এলাকায় খাজা গরীব নেওয়াজ আজমিরীর (রহ.) ওরশ মাহফিলে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও বিজিসি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজ ইমতিয়াজ উদ্দীন আহমেদ আসিফ এসব কথা বলেন। গাজী মল্ল জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় শিরিন ভিলায় অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন মুহাম্মদ সাঈদ ইবনে খায়ের।
স্বাগত বক্তব্য দেন জি এম শাহাদত হোছাইন মানিক। জি এম বোরহান উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-চট্টগ্রামের স্পেশাল পিপি নজরুল ইসলাম সেন্টু। বক্তব্য দেন এডভোকেট মুহাম্মদ আরিফ, সোলাইমান খান, শায়রা, মনজুর মোরশেদ চৌধুরী, আবুল বশর শিকদার, গণমাধ্যমকর্মী গোলাম সরোয়ার, মুহাম্মদ আবু তাহের, মুহাম্মদ আলী আক্কাস প্রমুখ। শেষে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আবু হানিফ। প্রেস বিজ্ঞপ্তি।












