শান্তি আছে শান্তি
শান্তি নেবে শান্তি
এই বলে কোনো ফেরিওয়ালা পাড়া মাত করে না কখনো
আমি প্রতিভোর থেকে নিশি অব্দি
কান পেতে থাকি
যদি কোনোদিন একজন ফেরিওয়ালা পেয়ে যাই
জানি কখনো পাব না
কস্মিন কালেও নয়
তবুও এ ব্যস্ত শহরে আমার
শান্তিকামী চোখ দুটো
এমন কী অলিতে গলিতে
গ্রামগঞ্জের উদাস করা হুহু
প্রান্তরে প্রান্তরে খোঁজে অন্বিষ্ট সে
ফেরিওয়ালা
আমি প্রতিরাত স্বপ্নে দেখি
সে স্বপ্নীল ফেরিওয়ালা অবিরাম ডেকে যায়
‘শান্তি আছে শান্তি
শান্তি নেবে শান্তি’
তার কাঁধে ঝোলানো দু‘ ভারে
দেখি বায়বীয় শান্তির সফেদ মেঘপুঞ্জ
হাত বাড়াতেই হাওয়া হাওয়া হাওয়া।
এ শুধু নিশিকান্তের অলীক ঝিলিক চাওয়া।
পড়ন্ত বয়সে খোঁজ পাই সেই
ফেরিওয়ালা শুয়ে আছে
শীতের গভীর রাতে বুকের ভেতর
এক পাহাড় কুয়াশা শান্তি নিয়ে
জানি এ লোকটি সহজলভ্য সুখী নয় শান্তির প্রলেপে ঢাকা
সুগভীর ঘুমে…
যদিও বাইরে রাজপথে লরির আওয়াজ তছনছ করে দিচ্ছে
রজনীর নিস্তব্ধতা