শান্তির খোঁজে মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে

খুলশী থানা জামায়াতে ইসলামীর সভায় হেলালী

| সোমবার , ১৯ মে, ২০২৫ at ৮:২৪ পূর্বাহ্ণ

শান্তির খোঁজে মানুষ দলে দলে ইসলামের দিকে ধাবিত হচ্ছে,-এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম১০ আসনের প্রার্থী এবং সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

তিনি বলেন, “ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র জীবনব্যবস্থা, যা সব মানুষের কল্যাণ এবং শান্তির নিশ্চয়তা দেয়। অতীতে কিংবা বর্তমানের কোনো মতবাদ মানবজাতিকে প্রকৃত শান্তি ও কল্যাণ দিতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। আজকের পৃথিবীতে মানুষ যখন বিপর্যস্ত ও বিভ্রান্ত, তখন শান্তির ঠিকানা হিসেবে তারা ইসলামের দিকেই ফিরে আসছে।” তিনি খুলশী থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন খুলশী থানা জামায়াতের আমীর অধ্যাপক আলমগীর ভুঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা সেক্রেটারি আমান উল্লাহ আমান। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন থানা জামায়াতের নায়েবে আমীর আইয়ুব আলী হায়দার, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ওমর ফারুক এবং ওয়ার্ড সেক্রেটারি মহিবুল্লাহ চৌধুরী। বক্তারা ইসলামের দাওয়াত মানুষের মাঝে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ইসলামবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল আইআইইউসির ট্রাস্ট সদস্য ড. ওবায়েদুল্লাহর স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধরাউজানে ছিনতাইকৃত ট্রাকসহ ৮ গরু উদ্ধার