শান্তিপ্রিয় জনগণ জাতীয় পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ

প্রতিষ্ঠা দিবসের সভায় সোলায়মান শেঠ

| শনিবার , ২ জানুয়ারি, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মহানগর জাতীয় পার্টির উদ্যোগে গতকাল শুক্রবার নগরীর চকবাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. সোলায়মান আলম শেঠের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এয়াকুব হোসেন। বক্তব্য দেন, আবদুল্লাহ মিয়া, আবু জাফর মাহমুদ কামাল, মো. সালামত আলী, ছগির আহমদ সোহেল, মোহাম্মদ আলী, অ্যাড. আজম খান, আবু তাহের, আলী ইমরান চৌধুরী, অ্যাড. মোহাম্মদ সেলিম, ইরশাদুল হক সিদ্দিকী, মো. আবদুল কাদের, মাজেদুল হক, কাজী ফজলে হাসান শাহীন, মো. ফারুক হোসেন আপন, ছবির আহমদ, এম শফিউল আজম চৌধুরী লিটন, নুর আহমেদ মিঠু, মো. গোলাম কিবরিয়া, আশিকুর রহমান, সুলতানা রহমান, তাসলিনা আক্তার মনি, ডা. মোস্তাফিজুর রহমান চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, নগর ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম। মো. জহুর উদ্দিন জহিরের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মো. সোলায়মান আলম শেঠ বলেন, দেশের অর্থনৈতিক মুক্তি ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের জন্য এরশাদ বরেণ্য ব্যক্তিদের সাথে নিয়ে ১৯৮৬ সালের ১ জানুয়ারি ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টি গঠন করেন। বর্তমানে দেশের উন্নয়নকামী ও শান্তিপ্রিয় জনগণ জাতীয় পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটাইগারপাসে বাসের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
পরবর্তী নিবন্ধ২০২১ সাল হোক ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বছর