শান্তিপূর্ণ সমাধান চান এরদোগান

ইউক্রেন-রাশিয়া সংকট

| সোমবার , ১২ এপ্রিল, ২০২১ at ৭:২৬ পূর্বাহ্ণ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান ইউক্রেন-রাশিয়া সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আঞ্চলিক অখন্ডতার প্রতি সম্মান জানিয়ে অবশ্যই এ সংকটের শান্তিপূর্ণ সমাধান করতে হবে। তুরস্কের বসফরাসের মধ্যদিয়ে মার্কিন যুদ্ধজাহাজগুলো যাত্রা শুরুর প্রেক্ষাপটে ইস্তাম্বুলে সাংবাদিকদের তিনি বলেন, তুরস্ক কৃষ্ণ সাগরকে শান্তি ও সহযোগিতাপূর্ণ সাগর হিসেবে নিশ্চিত করতে চায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদোমির জেলেনস্কিকে সাথে নিয়ে এরদোগান বলেন, আমরা আমাদের অভিন্ন অঞ্চলে কোন উত্তেজনা বাড়াতে চাই না। তিনি বলেন, আমরা বিশ্বাস করি আন্তর্জাতিক আইন ও ইউক্রেনের আঞ্চলিক অখন্ডতার ওপর ভিত্তি করে বর্তমান সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব। খবর বাসসের।
ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী ও কিয়েভের সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সেখানে সমপ্রতি রাশিয়া হাজার হাজার সৈন্য পাঠানোয় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে তুরস্ক শুক্রবার এক ঘোষণায় বলেছে, যুক্তরাষ্ট্র বসফরাসের মধ্য দিয়ে রাশিয়া ও ইউক্রেন সীমান্তবর্তী কৃষ্ণ সাগরে দুটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। ইউক্রেনের সমর্থনে মার্কিন যুদ্ধু জাহাজসমূহ নিয়মিতই এ অঞ্চলে টহল দিয়ে থাকে। এরদোগান আরো বলেছেন, সংকট সমাধানে তুরস্ক সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। জেলেনস্কি বলেন, আঞ্চলিক সার্বভৌমত্ব পুন:স্থাপনে তুরস্কের সহযোগিতা গুরুত্বপূর্ণ।

পূর্ববর্তী নিবন্ধচীনে কয়লা খনিতে প্লাবন, ২১ শ্রমিক আটকা
পরবর্তী নিবন্ধগ্রিসে সাংবাদিককে গুলি করে হত্যা