শান্তিপূর্ণ সমাজ গঠনে রাসুলের (দ.) শিক্ষাই যথোপযুক্ত ফর্মুলা

গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের কারবালা মাহফিলে বক্তারা

| শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

শোহাদাই কারবালা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় ৫দিনব্যাপী শোহাদাই কারবালার ৩য় দিবস নগরীর হামজারবাগ বিবিরহাটস্থ গাউসিয়া হক ভাণ্ডারীর মাদরাসাই শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী মিলনায়নে গত ৩ জুলাই বাদ আসর অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের সহকারি অধ্যাপক মীর তরিকুল আলমের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামালুর রহমান।

প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নু..ম আকবর হোসাইন। বিশেষ আলোচক ছিলেন কুমিল্লা ঘিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা মুফতি বাকী বিল্লাহ আযহারী। মাহফিলে বক্তারা বলেন, শান্তিপূর্ণ সমাজ গঠনে আহলে বায়তে রাসুল (.) এর শিক্ষাই হল যথোপযুক্ত ফর্মুলা। কারবালা ময়দানে আহলে বায়াতের কোরবানী সত্যের পক্ষে ও ন্যায়ের পক্ষে ছিল। কারবালা উদযাপন পর্ষদের সদস্য মাওলানা মুহাম্মদ মুজিবুল হকের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের চেয়ারম্যান মো. আলী, শেখ মোকসেদুর রহমান দুলাল, এম মাকসুদুর রহমান হাসনু, আশরাফুজ্জামান আশরাফ, মহিব উল্যাহ, ওমর ফারুখ, আকতার মিয়া, শওকত হোসাইন রুবেল, মো. খুরশিদ আলম, মাওলানা হারুন রশিদ, লায়ন ডা. বরুণ কুমার আচার্য, আবু সাহাদাত মো. সায়েম সুমন, আলম, ইমন, জুয়েল, জাহিদ সরওয়ার, রাজা, নুর মিঞা, ওসমান গণি প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন মাওলানা তারেকুল ইসলাম। না’ত রাসুল (.) পরিবেশন করেন সামিউল হক ফরহাদাবাদী, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন আবু সাদাত মো. সায়েম সুমন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের ৪২তম বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় যুবদলের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি