চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক সালাহউদ্দিন মাহমুদের সাথে মতবিনিময় করেছেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নেতারা। গতকাল বিকেলে খুলশীর বিজিএমইএ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।
সভায় বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, শ্রমিক–মালিক সম্পর্ক আরো বৃদ্ধির মাধ্যমে শ্রম পরিস্থিতির উন্নতির জন্য বিজিএমইএ শ্রম অধিদপ্তরের সাথে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করছে। অনাকাঙ্ক্ষিত যে কোন শ্রম অসন্তোষ আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে বিজিএমইএ তথা পোশাক শিল্প মালিকগণ সচেষ্ট রয়েছে। দেশের অর্থনীতি তথা জাতীয় রপ্তানির বৃহত্তর স্বার্থে শান্তিপূর্ণ শ্রম পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে মর্মে তিনি অভিমত ব্যক্ত করেন।
চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক সালাহউদ্দিন মাহমুদ বলেন, পোশাক শিল্পে নিরাপদ ও শান্তিপূর্ণ কর্মপরিবেশ সৃষ্টির লক্ষে শ্রম দপ্তর পোশাক শিল্প মালিক ও শ্রমিকদের সাথে যৌথ ভাবে কার্যক্রম পরিচালনা করছে। শ্রমিক–মালিক সম্পর্ক উন্নয়নে শ্রম দপ্তর সচেষ্ট রয়েছে। শ্রম দপ্তর পোশাক শিল্প সংক্রান্ত যে কোন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে জরুরি উদ্যোগ গ্রহণ করবে মর্মে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিজিএমইএর সহ সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক পরিচালক মোহাম্মদ মুসা, শ্রম দপ্তরের সহকারী পরিচালক শফিকুর রহমান, সাব্বির ভূঁইয়া, মাকসুদুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক শফিউল করিম খোকন, এম এহসানুল হক, সাবেক পরিচালক শেখ সাদী, আমজাদ হোসেন চৌধুরীসহ প্রমুখ।












