শান্তিপূর্ণ পরিবেশে নাজিরহাট পৌর নির্বাচনে ভোটগ্রহণ

জাহেদ চৌধুরী মেয়র নির্বাচিত কাউন্সিলর হলেন যারা

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৭ মার্চ, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

নাজিরহাট পৌরসভায় দ্বিতীয় বারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এ কে জাহেদ চৌধুরী (নৌকা) ১০ হাজার ১ শত ৪২ ভোট পেয়ে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার পাশা (মোবাইল) পেয়েছেন ৭ হাজার ১ শত ৭৪ ভোট।

সারাদিন বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নাজিরহাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৯টি ওয়ার্ডের ২২টি কেন্দ্রে ১৩১ বুথে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়। এতে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন (পাঞ্জাবী) ১ হাজার ৯শ ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমান উল্লাহ পেয়েছেন ১ হাজার ৩০ ভোট। ২নং ওয়ার্ডে গাজী আমান উল্লাহ (পাঞ্জাবী) পেয়েছেন ১২শ ৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী আকবর পেয়েছেন ৭৪৭ ভোট। ৩নং ওয়ার্ডে ওসমান গণি (ডালিম) ৮২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ হারুন পেয়েছেন ২৮৮ ভোট। ৪নং ওয়ার্ডে মুহাম্মদ শাহজাহান (উটপাখি) ১ হাজার ৯শ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ পেয়েছেন ৭৯৫ ভোট।

৫নং ওয়ার্ডে মোস্তফা কামাল (ব্ল্যাক বোড) ৮২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল মনসুর ৪৭৯ ভোট পেযেছেন। ৬নং ওয়ার্ডে মাওলানা মুহাম্মদ ইয়াকুব (টেবিল ল্যাম্প) ১ হাজার ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিদারুল আলম ৮৯৬ ভোট পেয়েছেন। ৭নং ওয়ার্ডে মাওলানা মনজু মিয়া (পাঞ্জাবী) ৮৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাক হোসেন ৭৬০ ভোট পেয়েছেন। ৮নং ওয়ার্ডে মোহাম্মদ আলী (পানির বোতল) ২ হাজার ১শ ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী নেওয়াজ পেয়েছেন ১ হাজার ২শ ২৭ ভোট। ৯নং ওয়ার্ডে মুহাম্মদ সোলেমান (উটপাখি) ৭৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন পেয়েছেন ৬২২ ভোট।

,,৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছলিমা আকতার শিউলি নির্বাচিত হয়েছেন। ৪,,৬ নং ওয়ার্ডে রহিমা বেগম নির্বাচিত হয়েছেন। ৭,,৯ নং ওয়ার্ডে হাসিনা মমতাজ নির্বাচিত হয়েছেন।

সরেজমিনে সকাল সাড়ে ৯টায় নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, নাজিরহাট আহমদীয়া মাদ্রাসা কেন্দ্রে প্রচুর নারী ও পুরুষ ভোটারের উপস্থিতি দেখা গেছে। দৌলতপুর বাবুনগর মাদ্রাসা, এবিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুরকারহাট মাদ্রাসা কেন্দ্র, পূর্ব ফরহাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুর আহমদ ইঞ্জিনিয়ার উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটার অপেক্ষা নারী ভোটারের সংখ্যা বেশি দেখা গেছে। বিকেল বেলার দিকে কোনও কোনও ভোট কেন্দ্র পুরুষ শূন্যও দেখা গেছে। একাদিক প্রার্থী আলাপ কালে জানান, ইবিএম মেশিনে ভোট দিতে নারী ভোটারদের একটু সময় লাগলেও ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।

নুর আহমদ স্কুল কেন্দ্র, বাবু নগর মাদ্রাসা কেন্দ্র এবং মধ্য দৌলতপুর স্কুল (কুম্বারপাড়) কেন্দ্রের বাইরে কাউন্সিলর প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে হালকা হাতাহাতি হলেও আইনশৃংখলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাসুদ জানান, আইনশৃংখলা বাহিনীর সকল টিম সক্রিয় ছিল। কোনও প্রকার গণ্ডগোল ছাড়াই সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. তারিফুজ্জামান বলেন, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঠিক তদারকিতে নাজিরহাট পৌরসভায় একটি সুন্দর নির্বাচন সম্পন্ন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাজ করবে চসিক
পরবর্তী নিবন্ধবোয়ালখালী উপজেলা পরিষদ উপ নির্বাচনে রেজাউল করিম বেসরকারিভাবে নির্বাচিত