চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্নাতক ২০২৫–২০২৬ শিক্ষাবষের্র ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার চুয়েট কেন্দ্র এবং ২টি উপ–কেন্দ্রে (সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ) একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া পরীক্ষা শুরুর পর চুয়েট কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন ভর্তি কমিটির সভাপতি চুয়েটের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন ও ভর্তি কমিটির সদস্য যোগাযোগ ও নিরাপত্তা উপ–কমিটির সভাপতি পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক। সূত্রে জানা যায়, গতকাল শনিবার কুয়াচ্ছন্ন ভোর সকাল থেকে বিভিন্ন জেলার থেকে পরীক্ষার্থীরা আসতে শুরু করে। ক্যাম্পাসে তাদের বরণ করতে প্রস্তুতিতে ছিল স্ব স্ব জেলার শিক্ষার্থীরা। সকাল নয়টার মধ্যে পরীক্ষার্থী ও সাথে আসা অভিভাবকদের উপস্থিতিতে চুয়েট এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে। পরীক্ষার্থীদের বহন করা যানবাহনের চাপে চট্টগ্রাম–কাপ্তাই সড়ক পথে তীব্র যানজটের সৃষ্টি হয়। সবকিছুমিলে এই বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা শেষ হয়।
উল্লেখ্য, এবার চুয়েটে “ক” গ্রুপে মোট ১৩ হাজার ৯২ জন এবং “খ” গ্রুপে ৮৫০ জনসহ সর্বমোট ১৩ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার্থীদের মধ্যে ছিল ১১ হাজার ৮৪ জন ছাত্র ও দুই হাজার ৮৫৮ জন ছাত্রী। “ক” গ্রুপের পরীক্ষা শুরু হয় সকাল দশটায়। “খ’’ গ্রুপের জন্য অংকন পরীক্ষা শুরু হয় বেলা পৌনে একটায়। “খ” গ্রুপের পরীক্ষা নেয়া হয়েছে শুধুমাত্র চুয়েট কেন্দ্রে। এছাড়া চুয়েট কেন্দ্রে আট হাজার পাঁচশত পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বাকি পরীক্ষার্থীদের মধ্যে দুটি উপ–কেন্দ্র সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে এক হাজার ৩৬৫ জন ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে চার হাজার ৭৭ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বলে জানা যায়।












