শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন করাই আমাদের লক্ষ্য : আবু সুফিয়ান

| শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন করাই আমাদের লক্ষ্য। সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। সনাতন ধর্মাবলম্বীসহ সকলের নিরাপত্তা, শান্তি ও সমপ্রীতি রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে। তিনি গত ১৭ ডিসেম্বর চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দ মহারাজের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

নগরীর আসকার দিঘীর পাড়স্থ রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত মতবিনিময়কালে আবু সুফিয়ান বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রাখা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড জোরদার করা এবং সাধারণ মানুষের কল্যাণে একসাথে কাজ করতে চাই। এসময় উভয়ে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সহমর্মিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময়কালে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিশনের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটমটম উল্টে গাছের সঙ্গে ধাক্কা, শিশু নিহত
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি গ্লোবাল শাখা সুন্দরপুরের কাউন্সিল