শান্তিনগরে খালে পরিচ্ছন্নতা অভিযান

| বৃহস্পতিবার , ৬ মে, ২০২১ at ১০:২১ পূর্বাহ্ণ

নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে শান্তিনগর ইকবাল মসজিদ সংলগ্ন খালে গত ৪ মে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। খালটি ময়লা আবর্জনায় ভরে গিয়ে পানি চলাচল বন্ধ ও মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। তাই ওয়ার্ড কাউন্সিলর শহিদুল আলমের নির্দেশনায় খালটি পরিষ্কার করে পানি চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেয়া হয়।
এ কাজে সেনাবাহিনীর অধীনে চলা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সেনা সদস্যরা সহযোগিতা করেন। এ কার্যক্রম চলমান রয়েছে। এ সময় কাউন্সিলর শহিদুল আলম বলেন, বর্ষার আগে নগরীর সমস্ত খাল পরিষ্কার করা প্রয়োজন। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা প্রকল্পের চলমান কাজের জন্য বাঁধ থাকায় পানি আটকে মশার উপদ্রব বেড়েছে। এ সকল বাঁধ শীঘ্রই কেটে দিয়ে পানি চলাচলের ব্যবস্থা করা না হলে আসন্ন বর্ষায় পশ্চিম বাকলিয়াসহ নগরীর নিম্নাঞ্চল জলাবদ্ধতায় ডুবে যাবে।
তিনি ওয়ার্ডের বাসিন্দাদের নালা-খালে কোন ধরনের ময়লা ও গৃহস্থালী বর্জ্য না ফেলার অনুরোধ করেন। পরে তিনি ডিসি রোড মিয়ার বাপের মসজিদ মোড়ে অবৈধভাবে রাস্তা দখল করে ভ্যানগাড়ি করে সবজি ও বিভিন্ন পণ্য বিক্রেতাদের রাস্তা থেকে সরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুল হাকিম, আমজাদ হোসেন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীরকন্যা প্রীতিলতার ১১০তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি
পরবর্তী নিবন্ধপ্রফেসর বেনু কুমার চবির নতুন উপ-উপাচার্য