কোনো বিতর্কে নয়, বরং মানসিক শান্তিতে থাকতে চান বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। যদিও বরাবরই তাকে আলোচনায় থাকতে দেখা যায়। কিন্তু সমপ্রতি অনেকটাই নিভৃতে রয়েছেন এ নায়িকা। নতুন কোনো খবরেও তাকে দেখা যাচ্ছে না। কিছুদিন আগে স্বজনপ্রীতি নিয়ে যখন বলিউডে তুমুল সমালোচনা তখন পাল্টাপাল্টি মন্তব্য করেন দুইপক্ষ। বাইরে থেকে আসা বলিউড তারকা আর তারকাদের সন্তানদের মধ্যে চলে এই বিতর্ক। সেই সময় টুইটারে এক পোস্টকে কেন্দ্র করে সোনাক্ষীকেও নেতিবাচক মন্তব্য করা হয়। এরপর টুইটারের একাউন্ট বন্ধ করে দেন এবং আড়ালে চলে যান। সোনাক্ষী বলেন, মানসিকভাবে শান্তিতে থাকতে চাই। তাই কাজ নিয়েও এখন তাড়াহুড়ো করছি না। আর আপাতত আলোচনার বাইরেই থাকতে চাই।